কলকাতা: উইনার্স জোন এন্টারটেনমেন্ট এলএলপি। হদিশ মিলল গোপাল দলপতির (Gopal Dalpati) নতুন সংস্থার। বেহালার বাসিন্দা ভ্রমণ সংস্থার মালিক বিশ্বনাথ গায়েনের দাবি, আরমান গঙ্গোপাধ্যায় নামেই চিনতেন গোপাল দলপতিকে। মূলত আরমানের উদ্যোগেই ২০২১ সালের অগাস্ট মাসে উইনার্স জোন এন্টারটেনমেন্ট এলএলপি নামে একটি নতুন কোম্পানি চালু হয়। আরমান ছাড়াও যার অন্যতম অংশীদার ও ডিরেক্টর ছিলেন বিশ্বনাথ।                                                 


গোপাল দলপতির নতুন সংস্থার হদিশ: বেহালার ব্যবসায়ীর দাবি, টিকিট কাটাকে কেন্দ্র করেই আরমানের সঙ্গে তাঁর পরিচয় হয়। ব্যবসা বাড়াতে আরমানই নতুন কোম্পানি খোলার পরামর্শ দেন। কর্পোরেট মন্ত্রকেও নথিভুক্ত রয়েছে ওই সংস্থার নাম। যদিও বেহালার ব্যবসায়ীর দাবি, আরমান টাকা না দেওয়ায় কাজই শুরু করা যায়নি। গোপাল-হৈমন্তীর একাধিক সংস্থা খাতায়-কলমে বন্ধ থাকলেও, এই বিনোদন সংস্থাটি খোলা রয়েছে বলে দেখানো হয়েছে। প্রশ্ন উঠছে, কী উদ্দেশ্যে গোপাল ওরফে আরমান এই সংস্থা খুলেছিল? কোম্পানি খোলা রয়েছে বলে দেখানো হলেও, সেখানে কাজ শুরু হয়নি কেন?                                                       


কী দাবি গোপাল দলপতির? 


নিখোঁজ গোপাল দলপতির হদিশ মিলল। টেলিফোনে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিলেন এবিপি আনন্দকে। গোপালের দাবি, আসল তথ্য গোপন করে তদন্তকারীদের বিভ্রান্ত করতেই কুন্তল ঘোষ হৈমন্তীর নাম সামনে আনছেন। নিয়োগ দুর্নীতিতে হৈমন্তীর কোনও ভূমিকা নেই। মুখোমুখি জিজ্ঞাসাবাদের সময়, গোপালের ব্যাঙ্কের নথিতে নমিনি হিসেবে হৈমন্তীর নাম দেখতে পান কুন্তল। তারপর থেকেই দোষ ঢাকতে হৈমন্তীর নাম ভাসিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সিবিআই তলবের পর থেকেই বেশ কিছুদিন ধরে গোপালের খোঁজ মিলছে না। যদিও তাঁর দাবি, সিবিআই-কে জানিয়ে সেবি-র কাজে দিল্লিতে গিয়েছেন। কলকাতায় ফিরে খুব তাড়াতাড়ি সিবিআইয়ের কাছে হাজিরা দেবেন। হৈমন্তীও সঠিক সময়ে সামনে আসবেন বলে জানিয়েছেন গোপাল। পাশাপাশি, হৈমন্তীর নামে কোম্পানি খোলা নিয়ে গোপালের দাবি, স্ত্রী কসমেটিক্সের ব্যবসা করতে চাওয়ায় তা খোলা হয়। হৈমন্তীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া চলছে বলেও দাবি করেছেন গোপাল। 


আরও পড়ুন: Vaccine: রুবেলা টিকাকরণের সময়সীমা বাড়াল রাজ্য স্বাস্থ্য দফতর