ভাস্কর মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : প্রথমে কুন্তল ঘোষ, তারপর গোপাল দলপতির মুখে শোনা গিয়েছিল বিভাস অধিকারীর নাম ! কিন্তু কে এই বিভাস অধিকারী ? নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাঁর নাম জড়াল কী করে ? সূত্রের খবর, মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ ও বেসরকারি একাধিক কলেজের মালিক বিভাস অধিকারী আগে অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। 


নিয়োগ দুর্নীতিকাণ্ডে, আগেই ইডি-র আতসকাচের নীচে ছিলেন বিভাস অধিকারী। এবার সিবিআইয়ের স্ক্যানারেও চলে এলেন তৃণমূলের এই প্রাক্তন ব্লক সভাপতি ! শনিবার তাঁর বাড়ি... গাড়ি... বাড়ি লাগোয়া আশ্রম এবং কলকাতার ফ্ল্য়াটে একযোগে ম্য়ারাথন তল্লাশি চালায় সিবিআই।


কিন্তু কে এই বিভাস অধিকারী ? কেন তিনি ED-CBI এর স্ক্য়ানারে ? তাঁর কাছে কী খুঁজছেন গোয়েন্দারা ? বীরভূমের নলহাটির বাসিন্দা বিভাস অধিকারী তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন। সম্প্রতি তিনি ওই পদ থেকে ইস্তফা দেন। বিভাসের সম্পত্তির তালিকা দীর্ঘ। বাড়ি লাগোয়া এক আশ্রমের অন্যতম তত্ত্বাবধায়ক তিনি। আশ্রমের ঠিক পিছনেই রয়েছে বিভাস অধিকারী নলহাটির D.El.Ed কলেজ। নাম কৃষ্ণপুর টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট। স্থানীয়দের দাবি, ঠিক তার লাগোয়া সৎসঙ্গ মিশন কলেজ অফ ফার্মেসিরও মালিকও বিভাস। সূত্রের দাবি, আরও কয়েকটি বেসরকারি কলেজের দায়িত্বও রয়েছে এই বিভাস অধিকারীর ওপরে।

অ্যাশ ব্রিকের কারখানাও রয়েছে তৃণমূলের এই প্রাক্তন ব্লক সভাপতির। এখন তিনি ইডি-সিবিআইয়ের স্ক্য়ানারে চলে আসার পর, বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এই বিপুল সম্পত্তি কিনতে কি নিয়োগ দুর্নীতির টাকা ব্যবহার করা হয়েছিল ?

নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিভাস অধিকারীর নাম প্রথম শোনা যায়, ধৃত কুন্তল ঘোষের মুখে। এরপর সিবিআইয়ের স্ক্যানারে থাকা গোপাল দলপতির মুখেও উঠে এসেছিল বিভাসের নাম ! যদিও, বিভাস অধিকারী বারবার দাবি করে এসেছেন, এই দু'জনকে তিনি চেনেন না।

শুধু গোপাল বা কুন্তল নন। ধৃত মানিক ভট্টাচার্যর সঙ্গেও বিভাস অধিকারীর যোগ ছিল। ২০১১ থেকে ২০১৬ অবধি অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারী। সূত্রের দাবি, গোড়া থেকেই তিনি ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ ! যাঁকে ইতিমধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করেছে। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারেও মানিক ভট্টাচার্যের সঙ্গে ঘনিষ্ঠতার কথা স্বীকারও করেছিলেন বিভাস। নলহাটি (২) ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি বিভাস অধিকারী বলেছিলেন, মানিকের সঙ্গে দেখা হয়েছে। অস্বীকার করার জায়গা নেই। পশ্চিমবঙ্গে যাঁরা কলেজ চালান, কার হিম্মত রয়েছে যে, পর্ষদ সভাপতির সঙ্গে দেখা না করে কলেজ চালাবেন ? রেজিস্ট্রেশন, পরীক্ষা-সহ বিভিন্ন বিষয়ে দেখা করতে হয়েছে।

ইডি সূত্রে আগেই দাবি করা হয়েছে, নিয়োগ দুর্নীতির তদন্তে অনেকের মুখেই বিভাস অধিকারীর নাম উঠে এসেছে। ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত, অযোগ্য প্রার্থীদের থেকে টাকা তোলা এবং তা প্রভাবশালীদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করতেন বিভাস। সূত্রের খবর, রবিবার অল ইন্ডিয়া আর্য মহাসভা নামে একটি দলে যোগ দেওয়ার কথা রয়েছে বিভাসের।