পার্থপ্রতিম ঘোষ ও ঐশি মুখোপাধ্যায়, কলকাতা: চাকরিহারা শিক্ষকদের একাংশর আজ  বিধানসভা অভিযানের ডাক। আজ ফের বিকাশ ভবনে গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দেবেন চাকরিহারাদের অপর প্রতিনিধিদল। শেষ অবধি পাওয়া খবরে, রানি রাসমণি অ্যাভিনিউতে মিছিল আটকালো পুলিশ। মিছিল আটকানোর পরে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়। রানি রাসমণি অ্যাভিনিউয়ে বসে পড়ে বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের একাংশের।

আরও পড়ুন, 'অনিকেতর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নয়..', RG কর আন্দোলনের ৩ চিকিৎসকের পোস্টিং মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, রাজ্যকে কী নির্দেশ আদালতের ?

সল্টলেকের সেন্ট্রাল পার্কে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের অনশন চতুর্থ দিনে পড়ল। প্রবল গরমে অনশন মঞ্চে বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ। অসুস্থদের মধ্যে ৩ জন RG কর মেডিক্যালে এবং একজন NRS হাসপাতালে ভর্তি রয়েছেন আজ থেকে রিলে অনশনের পরিকল্পনা রয়েছে চাকরিহারাদের।  এক চাকরিহারা বলেন, 'রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী কখনই আমাদের যোগ্যদের পাশে নেই, আজ তিন মাস হয়ে গেল , আমরা বেতন পাচ্ছি না।আমাদের পরিবার কীভাবে চলবে, কোনও ভ্রুক্ষেপ রাজ্য সরকারের নেই। রাজ্য সরকারের ঘুম ভাঙানোর জন্য, আজকে আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। আমাদের OMR যেটা রয়েছে, সেটা পাবলিক ডোমেনে দেওয়া হোক। আমাদের যোগ্য ও অযোগ্যের তালিকা প্রকাশ্যে আনুক। এবং স্কুলে আমাদের পুর্নবহাল করুক।'

অপরদিকে, এক চাকরিহারা শিক্ষক বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে সত্যের মুখোমুখী দাঁড় করানোর জন্য, আজকে জরুরি অধিবেশন ডেকে, এই SSC মামলার সমস্যার সমাধান করতে হবে। যোগ্যদের চাকরি বাঁচাতে হবে। বেআইনি নোটিস যেটা করেছে, সেই বেআইনি নোটিস প্রত্যাহার করতে হবে। ২২ লক্ষ মিরর ইমেজের কপি প্রত্যাহার করতে হবে। 

সোমবার শুরু হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের ফর্ম ফিলাপ। এ দিনই বিধানসভা অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দলের একাংশ। এর পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে চিঠিও দিতে চলেছেন তাঁরা। এদিকে পরীক্ষা বাতিল, স্বচ্ছ OMR তালিকা প্রকাশ সহ একাধিক দাবিতে সল্টলেক সেন্ট্রাল পার্কের সামনে চাকরিহারা শিক্ষকদের একাংশ চালিয়ে যাচ্ছেন অনশন কর্মসূচি। 

মুখ্য়মন্ত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, ১৬ জুন থেকে অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই করা হয়েছে। চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক মেহবুব মণ্ডল বলেন, আমরা কেউ ফর্ম ফিল-আপে অংশগ্রহণ করব না। ২০১৬-র পর ২০২৫ , ৯ বছর পর সরকারি স্কুল গুলিতে শিক্ষক নিয়োগের ফর্ম ফিলাপ শুরু হচ্ছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিরোধিতায় আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে চাকরিহারা শিক্ষকদের একাংশ। চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক মেহবুব মণ্ডল বলেন, 'আমরা কেউ ফর্ম ফিল-আপে অংশগ্রহণ করব না। কেউ ফর্ম ফিল-আপে অংশগ্রহণ করব না। এটা আমাদের দৃঢ়প্রতিজ্ঞ।  যে নিয়োগ করা হচ্ছে, যে গেজেট প্রকাশ হয়েছে, সেই গেজেটও কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী এবং বিরুদ্ধে গিয়ে তৈরি হয় গেজেট।' এই আবহেই সোমবারই জোড়া কর্মসূচির ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষকরা।চাকরিহারা শিক্ষকদের একাংশ বিধানসভা অভিযানের ডাক দিয়েছে। পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিতে চলেছেন চাকরিহারাদের অপর একটি প্রতিনিধি দল।