অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : গরমে গলদঘর্ম বাংলা। বিক্ষিপ্ত বৃষ্টি চললেও, স্বস্তি নেই। অবশেষে স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর। নির্ধারিত সময়ের আগেই বঙ্গে বর্ষা প্রবেশ করলেও তা দক্ষিণবঙ্গে প্রবেশ করেনি। অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা আসার খবর দিল আবহাওয়া দফতর। কাল , পরশুই দক্ষিণবঙ্গে পা রাখছে বর্ষা। তার ফলে আপাতত দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, ধীরে ধীরে তাপমাত্রা আরও কমতে পারে । আবহাওয়া দফতরের বুলেটিন বলছে, সপ্তাহ শুরুতেই ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের চার জেলা। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়। মঙ্গল বার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে আবহাওয়া দফতরের অনুমান। 

উত্তরবঙ্গে আগেই বর্ষা প্রবেশ করেছে। সেখানে শুরু হয়েছে ভারী বৃষ্টি। সোম ও মঙ্গল বার  উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর।  

আবহাওয়া দফতরের বুলেটিন অনুসারে, মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টি চলবে কলকাতা সহ সব জেলাতে। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে,  দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। বৃহস্পতি ও শুক্রবারেও ভারী বৃষ্টি চলবে পশ্চিমের জেলাগুলিতে।  

আজ কলকাতার আবহাওয়া 

সোমবাপ আংশিক মেঘলা আকাশই থাকবে মহানগরে। কখনও আকাশ পুরোপুরি ঢেকে যেতে পারে মেঘে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে।  তাই গরমের অস্বস্তিও থাকবে। মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে কলকাতা শহর ও শহরতলিতে। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পরিমাণ বাড়বে। 

সোমবার কলকাতার তাপমাত্রা কেমন থাকবে? 

সোমবার কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি । রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশিই । আপেক্ষিক আর্দ্রতা ৭৫ থেকে ৯১ শতাংশ। তাই গরমের সঙ্গে ঘামের অস্বস্তিও থাকবে। 

এক নজরে দেখে নেওয়া যাক কী বলছে আইএমডি-র আপডেট 

তারিখ কলকাতা, হাওড়ায় কেমন আবহাওয়া 
১৬ জুন  আকাশ আংশিক মেঘলা, মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা                 
১৭ জুন 

সাধারণত মেঘলা আকাশ, মাঝারি বৃষ্টিপাত                   

১৮ জুন সাধারণত মেঘলা আকাশ, মাঝারি বৃষ্টিপাত