প্রকাশ সিনহা, কলকাতা : প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় (Primary Recruitment Scam) OMR শিট মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্য়ান্ড কোম্পানির অংশীদার কৌশিক মাজিকে জিজ্ঞাসাবাদ করল CBI। প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে কী কী চুক্তি হয়েছিল ? প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর সঙ্গে কতবার বৈঠক হয়েছিল ? সূত্রের খবর, এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে তাঁর কাছ থেকে।


একদিকে সাদা খাতা জমা দিয়েও, অযোগ্য চাকরিপ্রার্থীর স্কুলে চাকরি পাওয়ার অভিযোগ। অন্যদিকে আবার চাকরিপ্রার্থীদের OMR শিট বিকৃত করা ও তার প্রতিলিপি না থাকা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ হাইকোর্ট (Calcutta High Court)। স্কুলে নিয়োগ দুর্নীতির নেপথ্যে, OMR শিটে কারচুপির অভিযোগ বারবার উঠেছে। SSC-র নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যেমন নাম জড়িয়েছিল OMR শিট মূল্যায়নকারী সংস্থা নাইসা-র (NYSA)। গ্রেফতার হয়েছিলেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি দাস।


ঠিক তেমনি প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলাতেও আতসকাচের তলায় আছে, দক্ষিণ কলকাতার সংস্থা এস বসু রায় অ্য়ান্ড কোম্পানি। শুক্রবার সেই সংস্থার পার্টনার কৌশিক মাজিকে নিজাম প্যালেসে (Nizam Palace) জিজ্ঞাসাবাদ করল CBI। CBI সূত্রে দাবি করা হচ্ছে, তাঁর থেকে মূলত যে বিষয়গুলি জানতে চাওয়া হয়েছে, তা হল কার মাধ্যমে তাঁদের সংস্থাকে OMR শিট মূল্যায়নের বরাত দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ ? কী কী চুক্তি হয়েছিল ? প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর সঙ্গে কতবার বৈঠক হয়েছিল ? তিনি কী কী নির্দেশ দিতেন ? বিশেষ সুবিধা দেওয়ার জন্য, নির্দিষ্ট কোনও চাকরিপ্রার্থীদের তালিকা কি পাঠানো হয়েছিল ? OMR শিট মূল্যায়নের ক্ষেত্রে কেউ কোনও প্রভাব খাটাতেন ? ফোন বা মেসেজের মাধ্যমে বিশেষ কোনও বার্তা দেওয়া হত ?         


এস বসু রায় অ্য়ান্ড কোম্পানির, পার্টনার কৌশিক মাজি এই সমস্ত প্রশ্নের যা যা উত্তর দিয়েছেন, তা আদালতকে জানানো হবে বলে CBI সূত্রে খবর।                                      


আরও পড়ুন- নজরে চব্বিশের লোকসভা ভোট, ১০০ দিনের কাজে ২০ কোটি কর্মদিবস তৈরির টার্গেট রাজ্যের