সুমন ঘড়াই, হাওড়া : কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া পাওয়া নিয়ে আগেই সুর চড়িয়েছে রাজ্য সরকার (West Bengal Government)। কিছুদিনের মধ্যে রাজধানীতে ১০০ দিনের কাজে রাজ্যের বকেয়া নিয়ে অবস্থান বিক্ষোভে বসার কথা তৃণমূলের (TMC) শীর্ষ নেতৃত্বের। এবার ১০০ দিনের কাজের শ্রমিকদের জন্য ২০ কোটি কর্মদিবস তৈরির টার্গেট নিল নবান্ন। লোকসভা ভোটের প্রাক্কালে রাজ্য সরকার যে ১০০ দিনের জব কার্ড হোল্ডারদের কাজের সুরক্ষাকে প্রাধান্য দিচ্ছে, সেই প্রমাণ যেন মিলছে।


আগামী বছরেই দেশে লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। তার আগে একদিকে ১০০ দিনের কাজের জন্য বকেয়া পাওনা নিয়ে রাজনৈতিক লড়াই অন্যদিকে জব কার্ড হোল্ডাররা (Job Card Holders) যাতে কাজ করে টাকা পান সেজন্য প্রশাসনিক পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, ২০ কোটি কর্মদিবস তৈরির টার্গেট নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ইতিমধ্যে ১০০ দিনের কাজে যারা জব কার্ড হোল্ডার, তারা যাতে সরকারি দফতরগুলির বিভিন্ন কাজে প্রাধান্য পান, তা নিয়ে নির্দেশিকা আগেই জারি করেছিল রাজ্য প্রশাসন। ইতিমধ্যে সেই কাজে কাজেও লাগানো হচ্ছে জব কার্ড হোল্ডারদের।


প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারে বিরুদ্ধে ১০০ দিনের প্রকল্প চালাতে টাকা না দেওয়ার অভিযোগ রাজ্য সরকারের। রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে বারবার যে অভিযোগ তুলেছেন। পাশাপাশি একাধিকবার কেন্দ্রের কাছে অর্থের জন্য দরবারও করেছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের মাঝে তুলেছেন ১০০ দিনের কাজের প্রকল্পে রাজ্যের বকেয়া অর্থের প্রসঙ্গ। কিন্তু তারপরও এখনও সুরাহা মেলেনি। 


পঞ্চায়েত ভোটে সাফল্যের পর ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বকেয়া ১০০ দিনের কাজের টাকার দাবিতে তাই দিল্লিতে ধর্না-অবস্থানের কথা ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যা সমর্থন করেছিলেন তৃণমূল নেত্রীও। যে কর্মসূচি ঘিরে ইতিমধ্যে একাধিকবার দিল্লি পুলিশকে চিঠিও দিয়েছে তৃণমূল। যদিও এখনও মেলেনি ছাড়পত্র। এর মাঝেই রাজ্যের ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত জব কার্ড হোল্ডারদের মুখে হাসি ফোটাতে বাড়তি উদ্যোগ নিল রাজ্য সরকার। 


আরও পড়ুন- অনেক সময়ই ব্যথা ভোগাচ্ছে না আক্রান্তকে , বদলে যাচ্ছে ডেঙ্গির উপসর্গ ! কী পরামর্শ চিকিৎসকদের ?