সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : অর্পিতা মুখোপাধ্যায়, হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের (Haimanti Gangopadhyay) পর এবার সোমা চক্রবর্তী ! নিয়োগ দুর্নীতি তদন্তে সামনে উঠে এসেছে আরও এক রহস্যময়ীর নাম। সূত্রের দাবি, ইনি দক্ষিণ কলকাতার একটি স্পায়ের মালিক এবং কুন্তল ঘনিষ্ঠ। যাঁর অ্যাকাউন্টে কুন্তলের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফারের তথ্যও পাওয়া গিয়েছে। যদিও হৈমন্তীর নামে ফের বিস্ফোরক দাবি করলেও সোমা চক্রবর্তীকে না চেনারই দাবি করেছেন কুন্তল ঘোষ। পাশাপাশি অন্য কেউ এই রহস্যময়ীর ঘনিষ্ঠ বলেই দাবি করেছেন গ্রেফতার হওয়া তৃণমূল যুব নেতা। 


শুক্রবারই সোমা চক্রবর্তী নামে নতুন যে রহস্যময়ী নারীকে জিজ্ঞাসাবাদ করে ইডি। এদিকে, আদালত থেকে বেরনোর সময় এনিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা (TMC) কুন্তল ঘোষ (Kuntal Ghosh) দাবি করেছেন, তাপস মণ্ডলের টাকা আছে হৈমন্তী গঙ্গোপাধ্য়ায়ের কাছে। হৈমন্তীকে বাঁচানোর জন্য়ই গোপাল দলপতি মিথ্য়ে বলছেন। 


কুন্তল ঘনিষ্ঠের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার


ইডি সূত্রের দাবি, কুন্তলের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে দফায় দফায় সোমা চক্রবর্তী নামের মহিলার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা জমা পড়েছে। শুক্রবার সিজিও কমপ্লেক্সে এই মহিলাকে ডেকে জিজ্ঞাসাবাদও করে ইডি। এ নিয়ে জিজ্ঞাসা করা হলে এড়িয়ে যান যুব তৃণমূলের রাজ্য সম্পাদক। বরং অন্য কারোর সঙ্গে সম্পর্ক রয়েছে বলেও ইঙ্গিত করেছেন তিনি। কুন্তলের দাবি, সোমা চক্রবর্তীকে চিনি না। সোমার সঙ্গে সম্পর্ক নেই। যাঁর সঙ্গে আছে খুঁজে বের করুন।


হৈমন্তীর নাম ফের কুন্তলের মুখে


এদিকে, ফের একবার কুন্তলের মুখে উঠে এসেছে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের (Haimanti Gangopadhyay) নাম। আবার তাঁর হয়ে ব্যাট ধরেছেন, স্বামী গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়। এদিনই ফের একবার হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ফের চাঞ্চল্যকর অভিযোগ তুললেন ধৃত যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষ। তাঁর দাবি, নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডলের টাকাই রয়েছে গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের কাছে।


গোপাল দলপতির নাম সবার প্রথমে উঠে আসে কুন্তল ঘোষের গলায়। কুন্তল ঘোষের মুখেই প্রথমবার শোনা যায় গোপালের স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নামও। এরপর স্ত্রীর হয়ে ব্যাট ধরেন গোপাল দলপতি! জানিয়ে দেন, নিয়োগ দুর্নীতির সঙ্গে কোনও যোগ নেই হৈমন্তীর। অন্যদিকে, এক অভিনেত্রীর সঙ্গে কুন্তল ঘোষের ঘনিষ্ঠতা নিয়েও অভিযোগ সামনে আসে। এই প্রেক্ষাপটে এদিন আদালত থেকে বেরনোর পথে জিজ্ঞাসা করা হলে ফের হৈমন্তীর নাম ভাসিয়ে দেন কুন্তল ঘোষ। 


আরও পড়ুন- ''আমি ষড়যন্ত্রের শিকার", নিয়োগ দুর্নীতি ইস্যুতে দাবি হৈমন্তীর