প্রকাশ সিন্হা, সন্দীপ সরকার, আবির দত্ত, কলকাতা : ৩ বছর ৩ মাস পর আজ জেলমুক্তি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টের নির্দেশ, নিয়োগ দুর্নীতি মামলায় ৮ গুরুত্বপূর্ণ সাক্ষীর বয়ান রেকর্ড শেষ হলে তবেই জেলমুক্তি। তাই, জামিন পেলেও এতদিন জেল থেকে ছাড়া পাননি পার্থ চট্টোপাধ্যায়

Continues below advertisement

আরও পড়ুন, দিল্লিতে বিস্ফোরণকাণ্ডের জের, লাল কেল্লার মেট্রো গেট ১ ও ৪ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

Continues below advertisement

সোমবার ৮ নম্বর সাক্ষীর বয়ান রেকর্ড শেষ হয়। তারপরই, সিবিআই-এর বিশেষ আদালতে জমা নেওয়া হয় বেল বন্ড। পার্থর সঙ্গে জামিনে মুক্তি পাবেন SSC-র তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যও। এখনই জেলমুক্তি নয় SSC-র উপদেষ্টা কমিটির আহ্বায়ক শান্তিপ্রসাদ সিন্হার। অন্য একটি মামলা চলায় এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না তিনি।

৩ বছর ৩ মাস পর অবশেষে জেলমুক্ত হতে চলেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, নিয়োগ দুর্নীতি মামলায় ৮ জন গুরুত্বপূর্ণ সাক্ষীর বয়ান রেকর্ড শেষ হলে তারপরই জেল থেকে ছাড়া যাবে তাঁকে। সেই কারণে জামিন পেলেও জেলমুক্তি হয়নি পার্থ চট্টোপাধ্যায়ের। আজ ৮ নম্বর সাক্ষীর বয়ান রেকর্ড শেষ হতেই সিবিআই-এর বিশেষ আদালতে জমা নেওয়া হয় বেল বন্ড।অবশেষে সব মামলায় জামিন!এবার জেলমুক্ত হতে চলেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।প্রায় ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর ২০২২ সালের ২৩ জুলাই নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি।সেই থেকে বন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।অবশেষে ৩ বছর ৩ মাস পর জেলমুক্তি হতে চলেছে পার্থ চট্টোপাধ্যায়ের। 

সিপিএম রাজ্য় কমিটি সদস্য়  মীনাক্ষী মুখোপাধ্য়ায় বলেন, বিজেপির হাত মাথায় থাকলে সব চোরেরা ছাড়া পাবে। হাম আপকে হ্য়ায় কৌন সিনেমাতে বালিশ পাসের একটা খেলা দেখেছিলাম, তৃণমূল আর বিজেপিতে সেই খেলাই চলছে। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ED, CBI-এর সব মামলায় আগেই জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু সুপ্রিম কোর্টের শর্তের কারণে জেল থেকে ছাড়া পাননি তিনি। ১৮ অগাস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, যেহেতু CBI আদালতে জানিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিলে বিচারপ্রক্রিয়া প্রভাবিত করতে পারেন তিনি, তাই নিয়োগ দুর্নীতি মামলায় ৮ জন গুরুত্বপূর্ণ সাক্ষীর বয়ান রেকর্ড শেষ হলে তারপরই জেল থেকে মুক্তি পাবেন তিনি।সোমবার ৮ নম্বর সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়। তারপরই পার্থ চট্টোপাধ্যায়ের বেল বন্ড জমা নেওয়া হয় সিবিআই-এর বিশেষ আদালতে। 

গত ২২ এপ্রিল থেকে আর এন টেগর হাসপাতালে ভর্তি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। রেচনতন্ত্রের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর হৃদযন্ত্রের অপারেশন, কিডনি ইনফেকশনের চিকিৎসা ও ছানি অপারেশনও হয়। এখনও আর এন টেগর হাসপাতালেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আদালতের তরফে রিলিজ অর্ডার পাঠানো হলেই সেখান থেকে জেলের নিরাপত্তারক্ষীদের সরিয়ে নেওয়া হবে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে জামিনে মুক্তি পাবেন SSC-র তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যও।তবে অন্য একটি মামলা চলায় এখনই জেল থেকে ছাড়া পাবেন না স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির আহ্বায়ক শান্তিপ্রসাদ সিন্হা।