কলকাতা : নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) আলাদা ‍র‍্যাকেট চালাতেন শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee) । কুন্তলকে ছাড়াই নিজে চাকরি বিক্রির নামে টাকা তুলতেন শান্তনু, দাবি ইডি-র। এসম্পর্কে তথ্যও মিলেছে বলে দাবি করেছে তদন্তকারী সংস্থা। সিডি-র মাধ্যমে আজ আদালতকে জানানো হবে তথ্য। মোট ৩০০ জন চাকরিপ্রার্থীর নামের তালিকা পাওয়া গেছে শান্তনুর কাছে, খবর ইডি সূত্রে। আজই শান্তনুর ইডি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। দুপুরে ইডির স্পেশাল কোর্টে তোলা হবে তাঁকে।


তবে, চাকরিপ্রার্থীদের থেকে অবৈধভাবে টাকা নিয়ে, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের হাতে পৌঁছে দিতেন কুন্তল ঘোষ। সম্প্রতি আদালতে দেওয়া রিমান্ড লেটারে এমনই বিস্ফোরক দাবি করেছিল ED। তারা আরও দাবি করেছিল, জেরায় শান্তনু স্বীকার করেছেন, স্কুলের চাকরি পেতে তৃণমূলের অনেক নেতার হাতে নথি পৌঁছে দিতেন দলেরই নীচুতলার সদস্যরা। 


প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। যুব তৃণমূল রাজ্য সম্পাদক কুন্তল ঘোষ থেকে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়। স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে শাসকদলের বিভিন্ন স্তরের নেতাকে গ্রেফতার করেছে ইডি। উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। মিলেছে অগাধ সম্পত্তির হদিশ। কিন্তু, আর কারা রয়ে গেছেন আড়ালে? দুর্নীতির এই চক্রের আসল মাথা কে? সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই, আরও প্রবলভাবে সামনে এসেছে তৃণমূল-যোগ! ইডি সূত্রে দাবি করেছে, জেরার মুখে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় স্বীকার করেছেন, স্কুলে চাকরি বিক্রিতে জড়িত ছিলেন তৃণমূলের অনেক নেতাই!


আদালতে জমা দেওয়া রিমান্ড লেটারে ED-র দাবি,  গত ২৬ জানুয়ারি, জেরার মুখে শান্তনু দাবি করেন, শুধু কর্মপ্রার্থীরাই নন, স্কুলের চাকরি পেতে দলের নেতাদের হাতে নথি পৌঁছে দিতেন তৃণমূলের নীচুতলার সদস্যরা। কিন্তু, সেই সমস্ত নেতারা কারা?


এদিকে অন্তরাল থেকে সম্প্রতি প্রকাশ্যে এসেছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়ঙ্কা। শান্তনুকে নির্দোষ বলে দাবি করে চান প্রশাসনিক সুরক্ষা। কুন্তলকে চিনতেন বলে স্বীকার করে নেন শান্তনুর স্ত্রী। তাঁর নামে একাধিক সম্পত্তি থাকলেও প্রিয়ঙ্কার দাবি, স্বামীর এত সম্পত্তি সেটা পুরোটা জানতেন না। শান্তনুর স্ত্রী দাবি করেন, ইডি তাঁকে এখনও ডাকেনি। ডাকলে তদন্তে সহযোগিতা করবেন বলেও তিনি জানান। 


আরও পড়ুন ; করোনাকালে পেট্রোল পাম্প কিনেছিলেন অয়ন শীল ! মালিকানায় কাদের নাম ?