কলকাতা: চাকরিহারা শিক্ষকদের পাশাপাশি, ফের পথে চাকরিহারা অশিক্ষক কর্মীরাও। সল্টলেকের করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে এসএসসি ভবন অভিযান। আচার্য সদনের সামনে বিক্ষোভ। SSC দফতরে ঢোকার চেষ্টা চাকরিহারাদের। চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে চান প্রতিনিধিরা। আজ 'যোগ্যদের' তালিকা প্রকাশ করবে SSC ? সন্ধ্যা ৬ নাগাদ 'যোগ্যদের' তালিকা প্রকাশের সম্ভাবনা। এদিকে আজ তালিকা প্রকাশ করতেই হবে দাবি 'যোগ্যদের।'
আরও পড়ুন, শিলিগুড়িতে জুনিয়র হাই স্কুলে বদলির অভিযোগে 'চড়াও' তৃণমূলের শিক্ষক নেতা!
SSC দফতরের সামনে পুলিশে পুলিশে ছয়লাপ। কিন্তু এখনও পর্যন্ত কোনও চাকরিহারা শিক্ষক ভিতরে প্রবেশ করেনি। এখন চাকরিহারা শিক্ষকদের মূল যেটা দাবি, এখনও পর্যন্ত অযোগ্য হিসেবে নির্দিষ্ট নয় যারা, তাঁদের প্রত্যেকের যে তালিকা সেটা প্রকাশ করতে হবে। কিন্তু এখনও পর্যন্ত কখন প্রকাশ হবে, কাদের নাম থাকবে ,কাদের নাম বাদ যাবে ? এই সম্পর্কিত স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে কোনও তথ্য না আসার ফলে, চাকরিহারাদের একটা অংশ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে কথা বলতে যেতে চান। তবে এখনও পর্যন্ত তাঁরা যেতে পারেননি।
সাংবাদিক: এই যে ৬ টার মধ্যে পাবলিশ হওয়ার কথা তালিকা,আপনাদের মূল দাবি কী , এখনও পর্যন্ত ?
চাকরিহারা শিক্ষক: যদি কোনওভাবে দেখি, একজন যোগ্যও , অযোগ্যদের তালিকায় চলে গেল, বা যোগ্য কেউ তালিকা থেকে বাদ গেল, আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। শেষ দেখে ছাড়ব আমরা। যা পদক্ষেপ নেওয়ার আমরা নেব।
সাংবাদিক: কমিশনের কাছে কি যাবেন ?
চাকরিহারা শিক্ষক: কমিশনের কাছে আমরা যেতে চাইছি না।আমরা চাই চেয়ারম্যান আমাদেরকে, এখন অন্তত ক্লিয়ারলি আমাদের জানাক, এই যে তালিকা প্রকাশ করার কথা জানানো হচ্ছে, ....পাবলিশ যদি হয়ে যায়, যদি বাদ যায়, আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। এখানে দক্ষযজ্ঞ ঘটিয়ে দেব।
চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসার পরে তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছিলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই অনুযায়ী এদিনই SSC-র তরফে তালিকা প্রকাশের জোরালো সম্ভাবনা। তবুও সেই তালিকায় কি ভরসা রাখতে পারছেন চাকরিহারারা? অন্যদিকে আজ একই দিনে আবার SSC ভবন অভিযানের ডাক দিয়েছে যোগ্য শিক্ষকশিক্ষিকা অধিকার মঞ্চ। যোগ্য কারা? অযোগ্যই বা কারা? ২৬ হাজার চাকরি বাতিলের রায় সুপ্রিম কোর্ট বহাল রাখার পরে, এখন এই প্রশ্নেই দিশেহারা চাকরিহারারা। গত ১১ এপ্রিল তাদের সঙ্গে বৈঠকের পর SSC-র তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছিলেন খোদ শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু বলেন, সিবিআই থেকে প্রাপ্ত তালিকা, যোগ্য-অযোগ্য যেটা তাদের হাতে আছে, তাঁরা তুলে দিতে পারেন। সেখানে কোনও সমস্যা নেই, যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই।' সাংবাদিক - মিরর ইমেজটা কী হবে? বলা হচ্ছে ২২ লক্ষ মিরর ইমেজ...।'