অনির্বাণ বিশ্বাস, সৌমিত্র রায় ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: বাংলায় ভোটপ্রচারে (Lok Sabha Election 2024) এসে আদালতের রায়ে চাকরিহারাদের মধ্যে যাঁরা যোগ্য, তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন নরেন্দ্র মোদি। বাংলার বিজেপিকে নির্দেশ দিয়েছিলেন লিগাল সেল তৈরির জন্য। আইনি সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তারপরেই মোদির নির্দেশ অনুযায়ী তৈরি করা হয়েছে লিগাল সেল।
কী বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) বলেন, 'আমি বাংলার বিজেপিকে বলেছি যে, রাজ্যস্তরে একটি লিগাল সেল ও একটি সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করা হোক। এতে তাঁদের সুবিধা হবে, যারা যথাযথ নথি থাকার পরও এই দুর্নীতির শিকার হয়েছেন।'
বঙ্গে প্রচারে এসে শুক্রবার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তার ২৪ ঘণ্টার মধ্যে, রাজ্য বিজেপির তরফে তৈরি করা হল লিগাল সেল। মঙ্গলবার, তৃতীয় দফার ভোট হবে রাজ্যের ৪টি লোকসভা কেন্দ্রে। তার আগে সোমবার সুপ্রিম কোর্টে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে। এই পরিস্থিতিতে, শুক্রবার রাজ্যে লোকসভা ভোটের প্রচারে এসে চাকরিহারা যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়ানোর ঘোষণা করেন নরেন্দ্র মোদি।
বিজেপির রাজ্য সভাপতি বলেন, '৫ জনের লিগাল টিম, তারা বিষয়টি দেখছে। সোশাল প্ল্যাটফর্ম তৈরি করতে সময় লাগছে, লিগাল টিমের সঙ্গে আলোচনা করে, আমাদের সোশাল মিডিয়ার যারা দায়িত্বে আছে তাঁরা দেখছে।'
বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, 'একটি বিশেষ পোর্টাল আমরা লঞ্চ করছি। ৮ মে, বুধবার সেই পোর্টাল লঞ্চ করা হবে। যাঁদের চাকরি চলে গিয়েছে, তাঁরা তাঁদের নাম রেজিস্টার করতে পারবেন। আমরা প্রয়োজনে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত দিয়ে তাঁদের জন্য যত প্রকার আইনি সহযোগিতা প্রয়োজন। সবরকম খরচ, যা যা দরকার হয় আমরা করব।'
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, 'মানুষ বুঝে গিয়েছে বিজেপি চাকরি খেতে চাইছে। সাধারণ মানুষকে বঞ্চিত করছে। নিপীড়িত করছে। আমি এই কথা ৩ বছর ধরে বলছি।' এই প্রেক্ষাপটেই ১০০ দিনের প্রসঙ্গ তুলে নিয়ে আসেন অভিষেক। তাঁর তোপ, '১০ লোকের দুর্নীতি তার জন্য ৫০ লক্ষ লোকের কী দোষ? তাঁদের জন্য লিগাল টিম নয় কেন? এখন ভোট বলে লিগাল টিম?' মমতাও তোপ দেগেছিলেন বিজেপির বিরুদ্ধে। বিজেপি সিপিএম-কে দিয়ে চাকরি খেয়েছে বলে অভিযোগ করেছিলেন।
সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার (SSC Scam Verdict) পরবর্তী শুনানি। সমস্ত পক্ষ তো বটেই, সর্বোচ্চ আদালত শুনানির পর কী নির্দেশ দেয় সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলেরও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: ভোটের মুখে কাশ্মীরে জঙ্গি-হামলা! মৃত ১ বায়ুসেনা কর্মী, জখম আরও