কলকাতা: কালীঘাটের কাকুর ভয়েস স্য়াম্পল টেস্ট নিয়ে এখন তোলপাড় রাজ্য় রাজনীতি। কিন্তু কীভাবে হয় এই পরীক্ষা? লাগে কোন কোন যন্ত্র? এবিপি আনন্দর ক্য়ামেরার সামনে, তা হাতে কলমে করে দেখিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক।


কীভাবে হয় এই পরীক্ষা?


নিয়োগ দুর্নীতিকাণ্ডের বহুমুখী তদন্ত প্রক্রিয়ায়, কণ্ঠস্বরের নমুনা যে কতটা গুরুত্বপূর্ণ, তা বোঝাই যাচ্ছিল কালীঘাটের কাকুকে নিয়ে ED-র টানাপোড়েন দেখে। প্রায় সাড়ে ৪ মাস অপেক্ষার পরে অবশেষে কেন্দ্রীয় তদন্তকারীদের কব্জায় সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর।কাকুর মুখে কুলুপ! আর কীভাবে কী হল - তা ভাঙতে চাইছে না ED-ও। কিন্তু, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা এবং তার পর কীভাবে এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হয়, তা অনেকের কাছেই কৌতুহলের বিষয়। সেই কৌতুহল নিবারণের চেষ্টা করেছে এবিপি আনন্দ।





NIHH স্পিচ ল্যাঙ্গোয়েজ প্যাথলজির বিভাগীয় প্রধান সুমন কুমার বলেন “একটা সাউন্ড প্রুফ রুম হতে হবে, সাউন্ড আসবে না বাইরের।’’ কণ্ঠস্বর কি কৃত্রিমভাবে বদলে দেওয়া যেতে পারে? তেমনটা হলে, ভয়েস স্যাম্পল টেস্টে কি তা ধরা পড়া সম্ভব? NIHH –এর অডিওলজি ও স্পিচ প্যাথলজি অধ্য়াপক ইন্দ্রনীল চট্টোপাধ্যায় বলেন, “কৃত্রিমভাবে চেঞ্জ করা যেতে পারে যদি সফটওয়্যারে গিয়ে ওই স্যাম্পলটাকেই ট্যাম্পার করা হয়। মানে যে স্যাম্পলটা আমি রেকর্ড করেছি সেই স্যাম্পলটার মধ্যে ভাওয়েলের যে টাইম, ফ্রিকোয়েন্সি এবং অ্যাম্পলিটিউডের আছে সেটা যদি সফটওয়্যারের মধ্য়ে দিয়ে যদি আমরা ফিল্টার করে দিই। তাহলে কিন্তু ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়। সেই চেঞ্জটা ধরা যাবে। কারণ কোনওভাবেই আমি আমার ভাওয়েলসকে চেঞ্জ করতে পারব না।’’ ENT বিশেষজ্ঞ শ্রীমন্তী বাগ বলেন, “কেউ নিজে থেকে অপারেশন করে ভয়েস চেঞ্জ করতেই পারে। পুরুষ থেকে মহিলা বা মহিলা থেকে পুরুষ ভয়েস এভাবেই চেঞ্জ করা হয়। অপারেশনের কথা নিজে না বললে বোঝা কঠিন।’’

কণ্ঠস্বর বিশ্লেষণের মাধ্যমে অপরাধীকে চিহ্নিত করার সূত্রপাত সেই ৫-এর দশকে, মার্কিন তদন্তকারী সংস্থা FBI-এর হাত ধরে। এরপর বিজ্ঞান যত উন্নত হয়েছে, ততই আধুনিক হয়েছে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের পদ্ধতি। যার সাহায্যে এবার, নিয়োগ দুর্নীতি মামলার অনেক জটিল ধাঁধার সমাধান, অনেক প্রশ্নের উত্তর পেতে চাইছে ED।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Rahul Gandhi: বাংলা হয়ে রাহুলের পদযাত্রা, I.N.D.I.A জোটকে আমন্ত্রণ কংগ্রেসের, যোগ দেবে তৃণমূল?