নয়াদিল্লি: শুক্রবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় (Abhishek Banerjee) স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি। স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল সুপ্রিম কোর্ট (Supreme Court)।
মূলত, নিয়োগ দুর্নীতি মামলা (Recruitment Scam) প্রথমবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। 'অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এবং কুন্তল ঘোষকে (Abhishek Banerjee and Kuntal Ghosh) খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত সিবিআইয়ের (CBI)', ১৩ এপ্রিল এই মন্তব্য করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Ganguly)। আর এবার সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। আজ সেই মামলার শুনানি ছিল, সেই মামলায় স্থগিতাদেশের মেয়াদ শুক্রবার পর্যন্ত বৃদ্ধি করল সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। সিবিআই ও ইডি-র দু'জনকেই জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছিলেন তিনি।অভিষেকের গত ২৯ মার্চের সভায় রাখা বক্তব্যের সঙ্গে কুন্তল ঘোষের বয়ানের সাযুজ্য আছে বলেও জানিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের নিম্ন আদালতে ও হেস্টিংস থানায় চিঠি দিয়েছিলেন। অভিষেকের নাম নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তাতে। সেই প্রসঙ্গেই এমন মন্তব্য কেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়।
সম্প্রতি কলকাতার শহিদ মিনারের সভা থেকে সিবিআই-ইডিকে নিয়ে মুখ খুলেছিলেন অভিষেক। জানান, সারদার সময় মদন মিত্র এবং কুণাল ঘোষকে চাপ দেওয়া হচ্ছিল, যাতে তাঁর নাম বলানো যায়। এর পরই কুন্তল দাবি করেন, তাঁকেও অভিষেকের নাম নিতে চাপ দেওয়া হচ্ছে। এমনকি নিম্ন আদালত এবং পুলিশের কাছে সেই আবেদনে চিঠিও দেন। সেই প্রেক্ষিতেই অভিষেকের নাম শোনা যায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখে। মামলার শুনানি চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, 'ইডি-সিবিআই দুর্নীতির কোমর অবধি পৌঁছেছে, হৃদয় এবং মাথা পর্যন্ত পৌঁছানো এখনও বাকি আছে। আপনারা সময় নষ্ট করছেন, দ্রুত করুন, দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন কেন? আসল টাকাটা কোথায় গেল ? সেটাই তো খুঁজে বের করতে হবে। কী করছে সিবিআই-ইডি?'
আরও পড়ুন, আংটি বিতর্কের জের, আজ 'অলঙ্কারহীন' পার্থকে আদালতে পেশ
অপরদিকে, পাখির চোখ পঞ্চায়েত ভোট (Panchayat Vote)। মঙ্গলবার থেকে টানা ২ মাস জনসংযোগ যাত্রা শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ কোচবিহারে (Cooch Behar) যাচ্ছেন তিনি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ইতিমধ্যেই বলেছেন, 'বাংলার মানুষকে চেনে না, প্যারাস্যুটে করে নেমেছেন। বাংলার মাটি কখনও দেখেননি।এখন কোটি কোটি টাকা খরচ করে বাস ভাড়া হয়েছে।পাঁচ তারা তাবুর বন্দ্যোবস্ত করা হচ্ছে।’এহেন আবহে গেরুয়া শিবিরকে খোঁচা দিয়ে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেছেন, 'অভিষেককে ভয় পাচ্ছে বিজেপি।'