সৌভিক মজুমদার, কলকাতা: ১১ সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতির আরও পর্দাফাঁস? 'ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান বিশাল দুর্নীতির খতিয়ান প্রকাশ করব', দুর্নীতির খতিয়ান নিয়ে ১১ সেপ্টেম্বর কোর্টে আসার দাবি সিবিআইয়ের (CBI)। তাহলে তো সেটা ভেঙে ফেলা উচিত, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhay)। ২০১৪র টেটের ওএমআর শিট (OMR Sheet) সংক্রান্ত মামলায় মন্তব্য বিচারপতির।                                                                                                          


এদিকে, সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে দফায় দফায় ভর্ৎসিত হল CBI. কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ভূমিকায় 'দেখে নেওয়ার' হুঁশিয়ারি দিলেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক। নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলায়
সিবিআইয়ের রিপোর্টেও ক্ষোভপ্রকাশ করেন বিচারক।    


নিয়োগ দুর্নীতির তদন্তে নিম্ন আদালত থেকে হাইকোর্ট। আদালত যখন বারবার তদন্তের গতি বাড়ানোর কথা বলছে, তখন একদিনে তিন...তিন বার ভর্ৎসিত হল CBI। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ভূমিকায় 'দেখে নেওয়ার' হুঁশিয়ারি দিলেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক। 


নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের বিতর্কিত চিঠি-মামলায়, আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক সোমবার বলেন, হয় রিপোর্ট দিন, না হলে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ আনুন। না হলে দেখে নেব।


২ সপ্তাহ আগে, আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায় নির্দেশ দেন, এই মামলায় যৌথভাবে তদন্ত করবেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর ও কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের জয়েন্ট কমিশনার। 


আরও পড়ুন, 'যদি রাজ্যপালের কথা শুনে চলে আমি অর্থনৈতিক বাধা তৈরি করব', মমতার চরম হুঁশিয়ারি


সূত্রের খবর, আদালতের নির্দেশ সত্ত্বেও বিতর্কিত চিঠি-মামলায় সিবিআই কুন্তল ঘোষ ও তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে কোনও উদ্যোগ নিচ্ছে না বলে বিচারককে চিঠি লিখে অভিযোগ জানান কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের জয়েন্ট কমিশনার। এরপরই, নির্দেশনামায় বিচারক জানান, সিবিআই এক্ষেত্রে আদালতের নির্দেশ অগ্রাহ্য করছে। একে অন্যের এক্তিয়ারে হস্তক্ষেপের আচরণ প্রত্যাশিত নয়। যৌথ সহযোগিতা কাম্য। এরপরও কোনও ধরনের অসহযোগিতা হলে, বিষয়টি সুপ্রিম কোর্টে পাঠানো হবে।