অতসী মুখোপাধ্যায়, কলকাতা: লাল পতাকায় মোড়া দেহ। বুকের উপর রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি (gitanjali)। এনটি ওয়ান স্টুডিও-য় (NT1) শায়িত রইল বরেণ্য চিত্রপরিচালক তরুণ মজুমদারের (tarun majumder) দেহ। সোমবার বেলা ১১ টা ১৭ মিনিটে অনন্তের পথে রওনা দিয়েছেন জাতীয় পুরস্কারজয়ী (national award winner) পরিচালক। তার আগে এনটি ওয়ান স্টুডিও-য় তাঁকে শ্রদ্ধা জানাতে এলেন অনুজপ্রতিম সহকর্মীরা (colleagues)।
শোকস্তব্ধ টলিপাড়া
নবতিপর পরিচালকের প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া। শ্রদ্ধা জানাতে আসেন অভিনেতা, কলাকুশলী থেকে একাধিক চিত্রপরিচালক। মিঠুন চক্রবর্তী বলেন, 'আমি নিজে বালিকা বধূ ১৮ বার দেখেছি। তরুণদার কোনও বিকল্প হয় না। আমাদের জন্য বিশাল ক্ষতি।' তার আগেই প্রতিক্রিয়া দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সন্ধ্যা রায়, দেবশ্রী রায়। শোকবার্তা আসে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের থেকেও। বলেন, 'তাঁর পরিচালিত ছবি যেমন মানুষের মনে থেকে যাবে তেমনই মানুষ তাঁকে মনে রাখবে এমন এক জন হিসেবে যিনি আমৃত্যু ছিলেন আপসহীন।' দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
এসএসকেএমে দেহদান
নবতিপর পরিচালকের মরদেহ নিয়ে শোকমিছিল হবে না। দেহদান করা হবে এসএসকেএমে। কর্নিয়া দান করার কথা শঙ্কর নেত্রালয়ে। এদিন এনটি ওয়ান স্টুডিও থেকে তাঁর দেহ এসএসকেএমের পথে রওনা দেয়। অ্যানাটমি বিভাগে দেহদান প্রক্রিয়া হওয়ার কথা। সেই মর্মে প্রস্তুতি শুরু হয়েছে।
গত ১৪ জুন থেকে এসএসকেএমেই ভর্তি ছিলেন ৯১ বছরের চিত্রপরিচালক। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। দেখা দিয়েছিল বার্ধক্যজনিত সমস্যাও। অবস্থার অবনতি হওয়ায় গতকাল বর্ষীয়ান পরিচালককে ভেন্টিলেশনে রাখা হয়। আজ সকালে সব শেষ। দেহদানের আগে তাঁর কর্মজীবনের বড় অংশ জুড়ে থাকা এনটিওয়ান স্টুডিও-য় আনা হয়েছিল দেহ।
আজীবন যে মতাদর্শে বিশ্বাস করেছেন, মৃত্যুতেও তা কাছছাড়া হল না। বুকের উপর গীতাঞ্জলী।
সবটা নিয়েই নতুন কোনও 'ভালোবাসার বাড়ি' খোঁজার পথে চিত্রপরিচালক?
আরও পড়ুন:বাঙালির কাছে অত্যন্ত দুর্ভাগ্যের দিন'' তরুণ মজুমদারের প্রয়াণে শোকজ্ঞাপন কমলেশ্বর মুখোপাধ্যায়ের