পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: রিজেন্ট পার্কে (Regent Park) ব্যবসায়ীকে খুনের (Businessman Murder ) ঘটনায় এখনও অধরা অভিযুক্ত। রাতভর ডায়মন্ড হারবার-সহ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে পুলিশ। অভিযুক্ত সুজিত মল্লিকের মোবাইল ফোন বন্ধ। সম্ভাব্য ডেরায় খোঁজ চলছে। অভিযুক্তের স্কুটারের হদিশ পেতে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ভিনরাজ্যে পালানোর আশঙ্কা থাকায় বিভিন্ন স্টেশনেও চলছে নজরদারি। অভিযুক্তের পুরনো অপরাধের রেকর্ড মেলেনি বলে পুলিশ জানিয়েছে। তা হলে এত সহজে কী করে আগ্নেয়াস্ত্র পেল, তা নিয়ে উঠছে প্রশ্ন।
বন্ধুর স্ত্রীকে আবির মাখানো নিয়ে বচসার জের। ব্যবসায়ীকে গুলি (Shoot Out) করে খুনের অভিযোগ বন্ধু বিরুদ্ধে। দোলের বিকেলে রিজেন্ট পার্কে (Regent Park) রক্তপাত। আগ্নেয়াস্ত্র-সহ ফেরার অভিযুক্ত। পুলিশ সূত্রের খবর, মৃতের নাম দিলীপ সিংহ। তাঁকে খুনের অভিযোগ উঠেছে বন্ধু সুজিত মল্লিকের বিরুদ্ধে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, শুক্রবার দোলের সকালে সুজিতের স্ত্রীর গায়ে আবির লাগিয়ে দেন দিলীপ। কটূক্তিও করেন বলে অভিযোগ।
দুপুরে দিলীপ সিংহের বাড়িতে বসে মদের আসর। দিলীপ, সুজিত ছাড়াও তাঁদের আরও ২ বন্ধু সেখানে ছিলেন। সেই সময় স্ত্রীকে আবির মাখানো নিয়ে দিলীপ ও সুজিতের মধ্যে বচসা-হাতাহাতি হয়। বাকিরা তাঁদের থামিয়ে দেন। প্রচণ্ড আক্রোশে দিলীপের ঘর থেকে বেরিয়ে যান সুজিত। দুপুর ৩.১৫ নাগাদ দিলীপের ঘরে ঢুকে তাঁকে গুলি করেন সুজিত। এরপর স্কুটার নিয়ে চম্পট দেন। এদিন ঘটনাস্থলে যান লালবাজারের হোমিসাইড বিভাগের অফিসারেরা। আশঙ্কাজনক অবস্থায় দিলীপ সিংহকে নিয়ে যাওয়া হয় SSKM মেডিক্যাল কলেজে সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। অভিযুক্ত সুজিত মল্লিকের খোঁজে চলছে তল্লাশি। তিনি কোথা থেকে পিস্তলটি পেলেন, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: Tiljala Shootout: বচসার জেরে সাতসকালে প্রতিবেশীকে শ্যুটআউট, বোমাবাজি তিলজলায়