কলকাতা: রিজেন্ট পার্কের পর এবার সাতসকালে তিলজলায় (Tiljala) শ্যুটআউট (Shootout)। গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যক্তি। আহত হয়েছেন আরও ১ জন। ৩ রাউন্ড গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ধারাল অস্ত্রের কোপ এক স্থানীয় যুবককে (Youth)। গন্ডগোলে আহত হন আরও একজন। পুলিশ সূত্রে খবর, সকাল সাড়ে ৭টা নাগাদ বচসার জেরে প্রতিবেশী রাজু রাইকে লক্ষ্য করে গুলি চালায় স্থানীয় দুষ্কৃতী জীবোধ রাই। বোমাও ছোড়া হয়। পরে রাজুকে চপারের কোপ মারে দুষ্কৃতীরা।


আহত ব্যক্তিকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত হয়েছেন তাঁর বাবাও। অভিযুক্ত পলাতক। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালাত জীবোধ ও তার চার ভাই। প্রতিবেশীরা একজোট হয়ে তা বন্ধ করায়, আক্রোশবশত হামলা বলেই অনুমান স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের ডিসি এসইডি সুদীপ সরকার। হামলার কারণ খতিয়ে দেখছে তিলজলা থানার পুলিশ। 


ফিল্মি কায়দায় একের পর এক ছাদ টপকে পালানোর চেষ্টা করে গুলিকাণ্ডে অভিযুক্তদের। ধাওয়া করল পুলিশ। আর সেই ছবিই ধরকা পড়ব ক্যামেরায়। শ্যুটআউটের ঘটনায় সাতসকালে তিলজলায় (Tiljala) এমন দৃশ্যের সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে খবর, সকাল সাড়ে ৭টা নাগাদ প্রতিবেশী রাজু রাইকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি চালায় স্থানীয় দুষ্কৃতী জীবোধ রাই। বোমাও ছোড়া হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। আহত হন রাজু ও তাঁর বাবা।


আরও পড়ুন: South 24 Parganas News: পথ দুর্ঘটনায় মোটর বাইক আরোহীর মৃত্যু, ধুন্ধুমার দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়


অন্যদিকে রিজেন্ট পার্কে (Regent Park) ব্যবসায়ীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত। রাতভর ডায়মন্ড হারবার-সহ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে পুলিশ। অভিযুক্ত সুজিত মল্লিকের মোবাইল ফোন বন্ধ। সম্ভাব্য ডেরায় খোঁজ চলছে। ভিনরাজ্যে পালানোর আশঙ্কা থাকায় বিভিন্ন স্টেশনেও চলছে নজরদারি। অভিযুক্তের পুরনো অপরাধের রেকর্ড মেলেনি বলে পুলিশ জানিয়েছে। তা হলে এত সহজে কী করে আগ্নেয়াস্ত্র পেল, তা নিয়ে উঠছে প্রশ্ন।