কলকাতা: রক্ষণাবেক্ষণের কাজের জন্য ফের ব্যাহত হবে রেল পরিষেবা। আগাম বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল পূর্ব রেল (Eastern Railway)।
রেলওয়ে ট্র্যাকের ওপর আরসিসি বক্স ও বেস স্ল্যাবের কাজের জন্য আগামীকাল, রবিবার, ২২ ডিসেম্বর সাড়ে ৬ ঘণ্টা ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে শিয়ালদা ডিভিশনের কৃষ্ণনগর সিটি জংশন ও লালগোলা সেকশনে। পূর্ব রেল জানিয়েছে, কাজ হবে কৃষ্ণনগর সিটি জংশন ও লালগোলা সেকশনে ১১৩/ই লেভেল ক্রসিং গেটের কাছে। রবিবার সকাল ১০.১৫ থেকে বিকেল ৪.৪৫ পর্যন্ত চলবে কাজ। দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা ধরে হবে কাজ। ব্যাহত হবে রেল পরিষেবা।
শনিবার, ২১ ডিসেম্বর ০৩১৯১ শিয়ালদা-লালগোলা আপ, রবিবার, ২২ ডিসেম্বর কৃষ্ণনগর সিটি জংশন ও লালগোলা আপ ৩১৮৬১/ ডাউন ৩১৮৬৪, লালগোলা শিয়ালদা ডাউন ০৩১৯০, আজিমগঞ্জ কৃষ্ণনগর সিটি জংশন ডাউন ০৩০২০/ আপ ০৩০১৯ বাতিল থাকবে। পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত রাখা হবে। সূচি বদলে চলবে কিছু ট্রেন।
এদিকে, হাওড়া ডিভিশনেও রেল পরিষেবা নিয়ে বড় আপডেট দিয়েছে ভারতীয় রেল। হাওড়া স্টেশনের অদূরে ১৯০৩ সালে নির্মিত বেনারস সেতু সংস্কারের কাজ শুরু করেছে পূর্ব রেল। তার জেরেই বহু ট্রেন বাতিল হওয়ায় যাত্রীদুর্ভোগ চরমে উঠবে বলেই আশঙ্কা। সেতু সংস্কারের কাজ শেষ হলে ট্রেন পরিষেবা আরও ভাল হবে বলেই দাবি করছে রেল।
রেল সূত্রে খবর, বর্তমানে যাত্রী সংখ্যা ও টেনের সংখ্যা বেড়েছে। যে কারণে রেললাইন সম্প্রসারণের কাজ প্রয়োজন হয়ে পড়েছে। কিন্তু পুরনো সেতু না সরালে তা সম্ভব হচ্ছে না। ওই কাজের জন্যই ২০১০ সালে ৬৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল সেতু নতুন করে নির্মাণ এবং রেললাইন সম্প্রসারণের জন্য। সেই কাজই এখন শুরু হয়েছে।
কবে শেষ হবে কাজ? রেলের দাবি, ২০২৫ সালের মার্চের মধ্যে সম্পূর্ণ হবে কাজ। হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন, শনিবার থেকেই পাওয়ার ব্লক নিয়ে কাজ শুরু হচ্ছে। যার জন্য ব্যাহত হবে ট্রেন পরিষেবা। প্রায় দু’মাস আপ মেন লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বাতিল করা হচ্ছে বেশ কিছু লোকাল ট্রেন। কিছু দূরপাল্লার ট্রেনের সময়ও পরিবর্তন করা হবে।
হাওড়া-ব্যান্ডেল শাখায় ১৫টি লোকাল ট্রেন বাতিল থাকবে। বাতিল থাকবে আপ এবং ডাউন মিলিয়ে পাঁচ জোড়া শেওড়াফুলি লোকাল, এক জোড়া বেলুড় মঠ লোকাল, এক জোড়া শ্রীরামপুর লোকাল। এ ছাড়াও বেশ কিছু ট্রেন নির্ধারিত সময়ের বেশ কিছুটা পরে গন্তব্যের উদ্দেশে রওনা হবে বলে জানিয়েছে রেল। বেশ কিছু দূরপাল্লার ট্রেনের সূচি বদল করা হচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।