অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :  রেমালের ( Cyclone Remal Update ) জেরে প্রবল বৃষ্টিতে গাছ পড়ে বিপর্যস্ত শিয়ালদা দক্ষিণ লাইনের রেল চলাচল। আপ ও ডাউন দুই লাইনেই বন্ধ চলাচল। তাতেই মাথায় হাত যাত্রীদের । এবার দুর্ভোগের খবর মেট্রোযাত্রীদের জন্যও। 


পার্ক স্ট্রিট-এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মধ্যে জল জমে সাঙ্ঘাতিক পরিস্থিতি। জল জমায় মেট্রো পরিষেবাও ব্যাহত। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল করছে। তারপর আর চলছে না মেট্রো রেল। আবার পরিষেবা পাওয়া যাবে নিউ গড়িয়া থেকে টালিগঞ্জ পর্যন্ত। মাঝের স্টেশনগুলিতে পরিষেবার পাওয়া যাবে না। 


ফলে,  সপ্তাহের প্রথম কাজের দিনে সমস্যায় মেট্রো যাত্রীরা। দ্রুত ট্র্যাক থেকে জল বার করে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে। সোমবার সকালে এক আশ্চর্য ছবি চোখে পড়ে পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে। সেখানে নিকাশি পাইপগুলি থেকে ঝর্ণার মতো জল বেরতে শুরু করে। আর তাতে পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে যাতায়াতের রাস্তা নদীর মতো রূপ নেয়। শুক্রবার সন্ধেয় ঝোড়ো হাওয়ার দাপটে টালিগঞ্জে ভাঙে মেট্রোর শেড। এর জেরে কবি সুভাষ-টালিগঞ্জ পরিষেবা বন্ধ করা দেওয়া হয় সাময়িকভাবে। তারপর অবশ্য সম্পূর্ণ রুটে আবার মেট্রো চলাচল শুরু হয়ে যায়।        


শিয়ালদা লাইনেও ট্রেনে সমস্যা            
শুধু মেট্রো রেল নয়, সোমবার সকাল থেকে সারফস রেলওয়েতেও নানারকম ডামাডোল। রবিবার রাত ১১টার পর থেকেই শিয়ালদা দক্ষিণ শাখায় স্তব্ধ হয়ে যায় ট্রেন চলাচল। যার জেরে সপ্তাহের প্রথম কাজের দিনে চরম হয়রানির শিকার হন যাত্রীরা। ঝড়ের দাপটে ক্য়ানিং, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার, বারুইপুর, সোনারপুর, বজবজ শাখায় একাধিক জায়গায় রেললাইনে গাছ পড়ে যায়। ভোর থেকে টাওয়ার ভ্যানের সাহায্যে সেগুলি সরানোর কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। একই ছবি দেখা যায় নামখানা স্টেশনেও। কেউ সকাল থেকে স্টেশনে দাঁড়িয়ে, তো কেউ রাতভর অপেক্ষা করেও পৌঁছতে পারেননি গন্তব্যে। সকাল ৬টায় ট্রেন পরিষেবা চালুর কথা বলা হলেও শিয়ালদা থেকে প্রথম ক্যানিং লোকাল ছাড়ে সাড়ে ৯টার পর। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন:


ছেলেকে খুঁজতে গিয়ে কার্নিশ ভেঙে মৃত্যু, কলকাতায় প্রাণ কাড়ল রেমাল