কলকাতা: দুর্যোগের মধ্যেই কলকাতায় মর্মান্তিক (Remal death in Kolkata) মৃত্যু। কলকাতায় এন্টালির বিবির বাগানে বাড়ির চাঙড় ভেঙে মৃত্যু হল এক ব্যক্তির। অন্যদিকে কলকাতাতেই ক্যামাক স্ট্রিটে ভেঙে পড়ল একটি কংক্রিটের পাঁচিল।
রেমালের (Remal Cyclone Update) দাপটে কলকাতায় ঝরে গেল একটি প্রাণ। এন্টালির ১০ নম্বর বিবির বাগান এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এটি কলকাতা পুরসভার ৫৬ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। যে বাড়িটি থেকে কার্নিশ ভেঙে পড়েছে সেটি জি+৩- উপর থেকে কার্নিশ ভেঙে তাঁর মাথায় পড়ে। সূত্রের খবর, ঝড়ের মাঝে ছেলেকে খুঁজতে গিয়েছিলেন ওই ব্য়ক্তি। সেই সময়েই কার্নিশ ভেঙে পড়ে তাঁর মাথায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। সূত্রের খবর, নিহতের নাম শেখ সাজিদ। ৪০-৪৫ বছরের মধ্যে বয়স। রাত সাড়ে দশটা থেকে রাত এগারোটার মধ্যে এই ঘটনাটি ঘটে।
এক স্থানীয় বাসিন্দা বলেন, 'ও পড়েছিল। রক্তপাত হচ্ছিল। আমরা দেখে ওকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাই। ওখানে বলে মৃত অবস্থায় আনা হয়েছে।' স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখানে অসংখ্য বেআইনি বাড়ি রয়েছে। যে বাড়িটি থেকে কার্নিশ ভেঙে পড়েছিল, সেই বাড়িটি বেআইনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের এক অংশের। ওই এলাকায় পৌঁছন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার গিয়েছিলেন সেখানে।
অন্যদিকে রেমালের দাপটে ৭ নম্বর ক্যামাক স্ট্রিটে ভেঙে পড়ে একটি কংক্রিটের পাঁচিল। অ্যাসবেস্টসের অংশও ভেঙে পড়েছে। এলাকায় এসেছে শেক্সপীয়র সরণি থানার পুলিশ। ভাঙা অংশ সরিয়ে ফেলার কাজ চলছে।
অন্যদিকে দক্ষিণ কলকাতায় শরৎ বোস রোড, আলিপুরে ভেঙে পড়েছে গাছ। একাধিক জায়গায় ছিঁড়েছে বিদ্যুতের তার। রেমালের দাপটে গোসাবায় গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি।
রেমালের আছড়ে পড়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে গভীর রাত পর্যন্ত পুরসভার কন্ট্রোল রুমে ছিলেন পুরমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম এবং অন্য মেয়র পারিষদরা। ফিরহাদ হাকিম বলেন, 'আমাদের দুশ্চিন্তা রয়েইছে। থানার ওসিরাও নজর রাখছে।' এন্টালির মর্মান্তিক ঘটনা নিয়ে তিনি বলেন, 'আমি শুনলাম বেরিয়েছিলেন। অত্যন্ত দুঃখজনক। একটা মানুষের প্রাণ যাবে এটা তো দুঃখজনক। আমার বাড়ির পাশেও একই ঘটনা। কার্নিশ ভেঙে ভেঙে পড়ছে। সারাতে বলছি শুনছে না।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ট্রেনের চাকায় শিকল! রেমাল-ধাক্কা রুখতে ট্রেন-মেট্রোতে কী কী বদল?