সন্দীপ সরকার, কলকাতা: একে রেল পরিষেবা বিপর্যস্ত ছিল দীর্ঘক্ষণ, তার উপর মওকা বুঝে ট্যাক্সিচালকদের দাঁও (Cyclone Remal Passenger Harassment) মারার চেষ্টা! সব মিলিয়ে, সপ্তাহের প্রথম কাজের দিন নিত্যযাত্রীদের দুর্ভোগ চরমে উঠল। অভিযোগ, সকালের দিকে রেল পরিষেবা বন্ধ থাকায় ট্যাক্সিচালকদের কেউ কেউ ২ হাজার, কেউ বা আবার ৩ হাজার টাকা চেয়ে বসেন নিত্যযাত্রীদের থেকে। 'অ্যাপ ক্যাব'-এও ভরসা রাখা যায়নি। 'বুকিং' নিয়েছেন চালকরা, তবে কিছুক্ষণ পরই বাতিল হয়ে যায় সে সব, অভিযোগ নিত্যযাত্রীদের। আর অটোরিকশা? তাদেরও দেখা পাওয়া ছিল কঠিন।


ছবি...
সোমবার ভোরের আলো ফুটতেই মহানগরের জায়গায় জায়গায় জল জমার ছবি স্পষ্ট হয়েছে। কোথাও গোড়ালি, কোথাও হাঁটু, কোথাও আবার তারও উপরে জল জমে যায় 'রেমাল'-র ধাক্কায়। সিঁথির মোড় থেকে বালিগঞ্জ, ক্যামাক স্ট্রিট, সর্বত্র জলভাসি কলকাতার ছবি ধরা পড়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা, পাল্লা দিয়ে ভোগান্তি নিত্যযাত্রীদের। সকালের দিকে বেশ কিছুক্ষণ পর্যন্ত শিয়ালদা দক্ষিণে বন্ধ ছিল ট্রেন পরিষেবা। অবশেষে, সকাল ৯টার পর ট্রেন ছাড়ার ঘোষণা হয়। প্রথমে ছাড়ার কথা আপ ক্যানিং লোকালের। এরপর একে একে ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, বারুইপুর, সোনারপুর, বজবজ লোকাল ছাড়বে বলে শোনা যায়। পাশাপাশি চালু হয় বিমান পরিষেবাও। উল্লেখ্য, গত কাল বেলা ১২টা থেকেই বিমান পরিষেবা বন্ধ ছিল। আজ, নির্ধারিত সময়ের আগেই বিমান পরিষেবা চালুর সিদ্ধান্ত নেন কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। আবহাওয়ার উন্নতি হওয়ার কারণেই পরিষেবা চালুর সিদ্ধান্ত। ৮.৩০ থেকেই চালু হয়ে যায় বিমান ওঠা-নামার প্রক্রিয়া। পাশাপাশি, আংশিক ভাবে শুরু হয়েছে মেট্রো পরিষেবাও। ,তবে সব কিছু পুরোপুরি স্বাভাবিক হতে আরও খানিক সময় লাগতে পারে। 


আর যা...
আবহাওয়ার দিক থেকে সুখবর রয়েছে বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত যা পূর্বাভাস, তাতে দক্ষিণবঙ্গে কাটতে চলেছে রেমাল-দুর্ভোগ। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট কমতে পারে বলে জানা যাচ্ছে। ল্যান্ডফলের পর শক্তি হারিয়েছে রেমাল। এই মুহূর্তে তা ঘূর্ণিঝড় হয়ে এগোচ্ছে উত্তর ও উত্তর-পূর্ব অভিমুখে। এর ফলে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বইবে ঝোড়ো হাওয়া। রেমালের প্রভাবে আজও দক্ষিণববঙ্গ জুড়ে চলবে ভারী বৃষ্টি। নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিকেলের পর কলকাতার আবহাওয়ার উন্নতি হতে পারে। 


 


আরও পড়ুন:ঘূর্ণিঝড় রেমালের জেরে ভাঙল নদী বাঁধ, তীব্র বেগে ঢুকল জল, ঘুম উড়ল স্থানীয়দের..