নয়াদিল্লি: আইপিএলের (IPL 2024) মহারণে সর্বাধিক রান এসেছে তাঁর ব্যাট। তাও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেতাব জয়ের স্বপ্ন অধরাই রয়ে গিয়েছে। তবে এবার অন্য লক্ষ্যে মাঠে নামবেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় দল আইসিসি ট্রফি জয়ের এক দশকের খরা কাটিয়ে বিশ্বকাপ (T20 World Cup 2024) খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামতে চলেছে। সেই মেগা টুর্নামেন্টের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে ভারত। তবে সেই ম্যাচে কোহলিকে সম্ভবত দেখা যাবে না।
বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ইতিমধ্যেই ভারতীয় তারকাদের একাংশ যুক্তরাষ্ট্রের উদ্দেশে শনিবারই রওনা দিয়েছে। রোহিত শর্মা, ঋষভ পন্থ, মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাডেজাদের মতো তারকারা সেই তালিকায় ছিলেন। ছিলেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরও। তাদের মধ্যে অবশ্য বিরাট কোহলির থাকা কথা থাকলেও তিনি ছিলেন না। খবর অনুযায়ী, ৩০ মে কোহলি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন। খবর অনুযায়ী বিসিসিআই কোহলিকে স্বল্পদিনের জন্য় বিরতি দিয়েছে।
এই বিষয়ে এক সূত্র জানান কোহলি বহু আগেই বিসিসিআইকে জানিয়ে দিয়েছিলেন তিনি খানিক পরে দলের সঙ্গে যোগ দেবেন। বিসিসিআই কোহলির এই অনুরোধ মেনেও নিয়েছে। সেই কারণেই বিসিসিআইয়ের তরফে কোহলির ভিসা সংক্রান্ত কাগজপত্র, কাজর্কমও খানিক দেরিতেই শুরু করা হয়। দেরিতে দলের সঙ্গে যোগ দেওয়ায় ভারতের একমাত্র অনুশীলন ম্যাচে তিনি খেলতে পারবেন না বলেই খবর। ১ জুন বাংলাদেশের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলতে নামবে ভারত।
প্রসঙ্গত, শুধু কোহলি নন, হার্দিক পাণ্ড্যও ভারতীয় দলের সঙ্গে সফর করেননি। খবর অনুুযায়ী, ভারতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের সহ-অধিনায়ক হার্দিক আপাতত ছুটি কাটাচ্ছেন। ১৭ মে মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল মরশুম শেষ হয়েছে। আইপিএল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে সময় খুবই কম। সাম্প্রতিক সময়টা হার্দিকের পেশাদার জীবন তো বটেই, ব্যক্তিগত জীবনের জন্যও খুব একটা ভাল যাচ্ছে না। আইপিএলে তাঁর নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স দল লিগ তালিকায় সবার নীচে শেষ করে। উপরন্তু, তাঁর এবং নাতাশা স্ত্যাঙ্কোভিচের বিবাহবিচ্ছেদের খবরও শোনা যাচ্ছে। এই কঠিন সময়ের মাঝে একটু চাপ কাটাতেই সম্ভবত ছুটি কাটাচ্ছেন হার্দিক।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: নেই ফর্ম, ব্যক্তিগত জীবনেও ঝড়! বিশ্বকাপের জন্য সফরকারী ভারতীয় দলেও দেখা মিলল না হার্দিকের