সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: বঙ্গে ভোটের উত্তাপের মাঝেই দুর্যোগের আশঙ্কা! ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল (Remal Cyclone Update)। গত কয়েক বছরে ফণী, আমফান, ইয়াসের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির সাক্ষী থেকেছে বাংলা। ভোটের মাঝে ঘূর্ণিঝড়ের মোকাবিলা করতে তাই আগেভাগেই সতর্ক প্রশাসন। আর এই সতর্কবার্তাতেই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে হুগলির লিচু ব্যবসায়ীদের মধ্যে।


রেমাল নিয়ে শঙ্কায়: এবছর হুগলিতে আমের ফলন খুব বেশি না হলেও লিচুর ফলন ব্যাপক। বাগান গুলিতে গাছ ভর্তি লিচু। দিন কয়েক আগে থেকে সেই পাকা লিচু পাড়া শুরু হলেও বেশির ভাগ লিচুই রয়ে গেছে গাছে গাছে। প্রবল গরমে শ্রমিক পেতে সমস্যা। ফলে লিচু পারতে হিমশিম খেতে হচ্ছে বাগান মালিকদের। এরই মধ্যে হুগলিতে রেমাল ঝড় নিয়ে আতঙ্কিত লিচু চাষিরা।কারণ এই ঝড় যদি সত্যিই হয় তাহলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাঁদের। চাষিরা জানাচ্ছেন, এ বছর এমনিতেই আমের ফলন কম। অল্প কিছু গাছে লিচু রয়েছে আবহাওয়ার জন্য তাও ক্ষতির মুখে। আপাতত যে ঝড়ের পূর্বাভাস দিয়েছে তাতে গাছে আর কোন কিছুই অবশিষ্ট থাকবে না। তাই তাঁরা দ্রুত লিচু পেরে বাজারে নিয়ে যেতে চাইছেন। লিচু ব্যবসায়ী কার্তিক চক্রবর্তী জানান, "লিচুর ফলন হয়েছে অধিক। কিন্তু ঝড়ের জন্য সব পেরে ফেলতে হবে। নাহলে লোকসান হয়ে যাবে।''


বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। রবিবার মধ্যরাতে তা আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলভাগে। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার রাত সাড়ে ১১ টা থেকে - রাত ১ টার মধ্য়ে বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'রেমাল'। তখন তার গতি থাকবে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। সাময়িক ভাবে হাওয়ার গতি বৃদ্ধি পেয়ে ঘণ্টায় হতে পারে ১৩৫ কিলোমিটার। আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, "আগামীকাল সকালবেলাতে সিভিয়র সাইক্লোনিক ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। এবং আগামীকাল রাতে, মধ্য়রাতে, রাত সাড়ে ১১ টা থেকে - ১ টা সময় সাইক্লোনটি বাংলাদেশ পোস্ট এবং পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের উপকূলভাগটিকে ক্রশ করার সম্ভাবনা আছে, খেপুপাড়া ও সাগরদ্বীপের মাঝখান দিয়ে।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Remal Cyclone Update: রেমাল নিয়ে জারি সতর্কতা, বাতিল একাধিক ট্রেন, সূচি পরিবর্তনের ঘোষণা রেলের