ঝাড়গ্রাম: আজ ষষ্ঠ দফার ভোটে তুলকালাম পরিস্থিতি ঝাড়গ্রাম লোকসভার গড়বেতায়। ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েন এদিন বিজেপি প্রার্থী প্রণত টুডু। ওই বিজেপি প্রার্থীর গাড়িও ভাঙচুরও করা হয় বলে অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে চলে ইট-পাথরবৃষ্টিও। ইটের ঘায়ে মাথা ফাটে প্রার্থীর নিরাপত্তা রক্ষী CISF জওয়ানের। আর এবার গোটা ঘটনার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে দায়ি করেছেন বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya Attacks CM Mamata Banerjee)। তিনি বলেন,  'বাংলার গণতন্ত্রকে খুন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।'


গড়বেতাকাণ্ড এদিন অমিত মালব্য এক্স হ্যান্ডলে পোস্ট করে ক্ষোভ উগরে দেন। বলেন,  'বাংলার গণতন্ত্রকে খুন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী ও এবিপি আনন্দর উপর হামলা চালাল তৃণমূলের গুন্ডারা। ভোটারদের বাধা দেওয়ার পরেও পশ্চিমবঙ্গে ভোটদানের হার সর্বোচ্চ। তৃণমূলকে উৎখাত করতে ভোট দিচ্ছে মানুষ', দাবি অমিত মালব্যর। 


মূলত ষষ্ঠ দফা ভোটের দিন ঝাড়গ্রাম লোকসভার গড়বেতার মোগলাপোতায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী প্রণত টুডু। বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়। কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট-পাথরবৃষ্টি চলে অভিযোগ। ইটের ঘায়ে মাথা ফাটে প্রার্থীর নিরাপত্তা রক্ষী CISF জওয়ানের। এবিপি আনন্দর গাড়িও ভাঙচুর করা হয়। পালিয়ে বাঁচেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী।


এবিপি আনন্দর গাড়িতে এলাকা ছাড়েন দুই CISF জওয়ান। গড়বেতার ১৯৮ ও ২০০ নম্বর বুথে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ পেয়ে সেখানে যান প্রণত টুডু। বুথের ৫০ মিটারের মধ্যে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। ওঠে গো ব্যাক স্লোগান। নিরাপত্তা রক্ষী না থাকলে বেঁচে ফিরতে পারতেন না, প্রশাসনকে বারবার জানিয়েও কাজ হয়নি, দাবি বিজেপি প্রার্থীর। তাণ্ডবের পর বেশ কিছুক্ষণ পর ওই গ্রামে যায় QRT। গড়বেতার ঘটনায় অ্যাকশন টেকন রিপোর্ট চায় কমিশন। আরও কেন্দ্রীয় বাহিনী পাঠানোর নির্দেশ CEO-র। 


আরও পড়ুন, পুরো ঝাড়গ্রামকে সন্দেশখালি বানিয়ে রেখেছে দিদিমণি, মমতাকে তোপ ঝাড়গ্রামের BJP প্রার্থীর


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।