কলকাতা: মাঝরাতেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় (Cyclone Remal Update) রেমাল। তার আগে রাজ্যের উপকূলবর্তী এলাকায় পুরোমাত্রায় প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। 


পশ্চিমবঙ্গ পুলিশের কন্ট্রোল রুম:
রেমাল ঘূর্ণিঝড়ের বিপদ এড়াতে এবং যে কোনও প্রয়োজনে কন্ট্রোল রুম খুলেছে পশ্চিমবঙ্গ পুলিশ-


যার নম্বর:  ০৩৩২২১৪১৯৮৮ 


রাজ্যের বিদ্যুৎবণ্টন সংস্থা WBSEDCL-এর তরফেও একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে-  ১৯১২১


যত সময় এগোচ্ছে ততই শক্তিশালী হয়ে উঠেছে 'রেমাল'


রবিবার মধ্যরাতে সাগর দ্বীপ ও খেপুপাড়ার মাঝে বাংলাদেশের মংলার কাছে আছড়ে পড়তে পারে অতিশক্তিশালী ঘূর্ণিঝড়। আবহওয়া দফতর সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে ১১টায় ঘূর্ণিঝড় রেমালের অবস্থান ছিল,  সাগর দ্বীপ থেকে ২১০ কিলোমিটার, ক্যানিং থেকে ২৩০, বাংলাদেশের খেপুপাড়া থেকে ২২০ মংলা ২৬০ কিলোমিটার দূরে। রবিবার মধ্যরাতে অতিশক্তিশালী ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। বেলা যত গড়াচ্ছে ততই স্পষ্ট হচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাব। 


ঘূর্ণিঝড়ের প্রভাবে, রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনায় হাওয়ার গতি থাকবে ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হওয়ার সম্ভাবনা ঘণ্টায় ৯০ কিলোমিটার। সোমবার মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৮০ কিলোমিটার। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূমে ঘণ্টায় সর্বোচ্চ ৭০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলিতে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫৫ কিলোমিটার। 


আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, 'অতিশক্তিশালী ঘূর্ণিঝড়টি উত্তর দিকেই যাবে। এটি আরও শক্তি বাড়াবে। আজ রাতে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলকে পার করবে সাগর দ্বীপ এবং খেপুপাড়ার মাঝে মংলার কাছে  দক্ষিণ পশ্চিম দিকে, অতিশক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে। হাওয়ার গতি থাকবে ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার।'


আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার, অতিভারী বৃষ্টির লাল সতর্কতা থাকছে, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। 


ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে হাওড়া, হুগলি ও কলকাতায়। 
ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায়।
দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 
সোমবার, অতিভারী বৃষ্টির লাল সতর্কতা থাকছে, নদিয়া, মুর্শিদাবাদে। 
ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, বীরভূম, মালদা এবং ২ দিনাজপুরে।
দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে জলপাইগুড়ি ও কোচবিহারে। 
মঙ্গলবারও অতিভারী বৃষ্টির সতর্কতা থাকছে। এইদিন অতিভারী বৃষ্টি হতে পারে, 
উত্তরের তিন জেলা, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। 
ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২ দিনাজপুর এবং ২ পার্বত্য় জেলা দার্জিলিং ও কালিম্পঙে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পডুন: মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন জনবসতি, পাপুয়া গিনিতে ধসে চাপা প্রায় ৭০০, বাড়তে পারে হতাহত