কলকাতা: প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2022) শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)  লিখেছেন, "প্রজাতন্ত্র দিবসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। চলুন সকলে মিলে দেশের সংবিধানের মৌলিক কাঠামো বিশেষ করে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রক্ষা করার শপথ নিই। সংবিধানে উল্লিখিত ন্যায়বিচার, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সৌভ্রাতৃত্ব রক্ষা, সংরক্ষণ এবং অনুসরণ করার চেষ্টা করি। সমস্ত স্বাধীনতা সংগ্রামী এবং জওয়ানদের অভিবাদন জানাই, যাঁদের আত্মত্যাগ এবং নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করে,  আমাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করেছে। গণতন্ত্রের স্তম্ভ সমস্ত দেশবাসীকে আমার আন্তরিক অভিনন্দন। জয় হিন্দ।''





দেশজুড়ে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস পালন হচ্ছে। ৭৫ তম স্বাধীনতা দিবসের উদযাপন উপলক্ষে এবারের প্রজাতন্ত্র দিবসে থাকছে একাধিক চমক। দিল্লির রাজপথে ন্যাশনাল ক্যাডেট কর্পস অংশ নেবে শহিদোঁ কো শত শত নমন অনুষ্ঠানে। দেখা যাবে ৭৫টি বিমান অথবা হেলিকপ্টারের গ্র্যান্ড ফ্লাইপাস্ট। এছাড়াও, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বর্ণাঢ্য কলাকুম্ভ অনুষ্ঠান আয়োজিত হবে। নৃত্য পরিবেশন করবেন ৪৮০ জন শিল্পী। 


কলকাতাতেও পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। রেড রোডকে ১১টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে থাকবেন একজন ডেপুটি কমিশনাররা। জোনগুলিকে ভাঙা হচ্ছে কয়েকটি সেক্টরে। যার দায়িত্বে থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। রেড রোডে থাকছে ৫ টি বাঙ্কার, কমান্ডো বাহিনী। থাকছে ৫টি ওয়াচ টাওয়ার। নিরাপত্তায় মোতায়েন থাকবেন হাজারের বেশি পুলিশ কর্মী। গোটা কলকাতা জুড়ে মোতায়েন থাকবেন ৫ হাজারের বেশি পুলিশ। থাকবে HRFS-এর ১২টি দল, ৩টি ক্যুইক রেসপন্স টিম। এ বছরও সাধারণের প্রবেশ নিষেধ। 


আরও পড়ুন: Happy Republic Day 2022: ভিডিওয় দেখুন, সুউচ্চ পর্বতে তুষার সাম্রাজ্যে দাঁড়িয়ে আইটিবিপি জওয়ানদের গলায় জাতীয় সঙ্গীত