নয়াদিল্লি :  তিন রাজ্যে তিন দুর্গম এলাকা। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের কুমায়ুন এলাকা ও লাদাখ। এই মাঘে তিন এলাকাতেই যেদিকে নজর যায়, শুধুই বরফ। বছরের বেশিরভাগ সময়েই এখানে আবহাওয়া থাকে এমনই।


লাদাখ সীমান্তে মাইনাস চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় ১৫ হাজার ফুট উচ্চতায় আইটিবিপি জওয়ানরা ওড়ালেন তেরঙ্গা। দেখুন ভিডিও -






উত্তরাখণ্ড কুমায়ুন রেঞ্জেও ১২ হাজার ফুট উচ্চতায় আইটিবিপি জওয়ানরা ওড়ালেন জাতীয় পতাকা। গাইলেন জাতীয় সঙ্গীত। ITBP শেয়ার করেছে সেই ভিডিও।






হিমাচল সীমান্ত হিমাচলে গত কয়েকদিন ধরেই চলছে প্রবল তুষারপাত। ১৬ হাজার ফুট উচ্চতায় ৭৩তম প্রজাতন্ত্র দিবস পালন করলেন আইটিবিপি জওয়ানরা। ওড়ালেন তেরঙ্গা।