আমদাবাদ: মাঠের কোণা কোণা চেনেন তিনি। আইপিএলে তিনিই গুজরাত টাইটান্সকে নেতৃত্বে দেন। সেই শুভমন গিলই (Shubman Gill) ফের একবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে জ্বলে উঠলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডেতে (IND vs ENG 3rd ODI) ৯৫ বলে নিজের কেরিয়ারের সপ্তম ওয়ান ডে সেঞ্চুরি পূরণ করলেন শুভমন গিল। দুরন্ত ফ্লিক শটে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করলেন তিনি।


এদিন নিজের ৫০তম ওয়ান ডে ইনিংস খেলতে নেমেছিলেন শুভমন গিল। তিনি দ্রুততম ব্যাটার হিসাবে (ইনিংসের নিরিখে) আন্তর্জাতিক ওয়ান ডেতে ২৫০০ রানের গণ্ডি পার করলেন। শুধু তাই নয়, গিলই প্রথম ভারতীয় ব্যাটার যিনি বিশ্বের সবথেকে বড় স্টেডিয়ামে তিন ফর্ম্যাটেই আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি হাঁকালেন।


গোটা সিরিজ় জুড়েই অনবদ্য ফর্মে দেখিয়েছে শুভমন গিলকে। তবে প্রথম দুই ম্য়াচে অর্ধশতরানের গণ্ডি পার করেও সেঞ্চুরি পর্যন্ত পৌঁছতে পারেননি তিনি। কিন্তু আমদাবাদে সেই সুযোগ হাতছাড়া করলেন না তিনি। অধিনায়ক রোহিত মাত্র এক রানে ফিরলেও, সহ-অধিনায়ক গিল কিন্তু নিজের মনসংযোগ ভঙ্গ করেননি। একদিকে 'কিং কোহলি' ও অপরদিকে 'প্রিন্স গিল'-র ব্যাটিং আমদাবাদের তপ্ত গরমে সমর্থকদের স্বস্তি দেয়। ৫১ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন গিল। কোহলির সঙ্গে পার্টনারশিপ গড়েন তিনি। দুইজনে সেঞ্চুরি রানের পার্টনারশিপ গড়েন।


কোহলি ও গিলের ব্যাটে ভর করেই তড়তড়িয়ে এগোচ্ছিল ভারত। তবে কোহলি আউট হয়ে সাজঘরে ফেরেন। গিল এরপর শ্রেয়সের সঙ্গে মিলে ইনিংস এগিয়ে নিয়ে যান। অবলীলায় রান করেন তিনি। স্পিনারদের বিরুদ্ধে স্টেপ আউট করে সোজা ব্যাটে ছক্কা হাঁকানো হোক বা ফাস্ট বোলারদের বিরুদ্ধে ক্রস ব্যাটেট শট, গিলকে দুইয়েই দুরন্ত ছন্দে দেখায়। দেখতে দেখতেই তিনি সেঞ্চুরি পূরণ করে ফেলেন। 


এই ম্যাচেই গিল কিন্তু আরও একগুচ্ছ রেকর্ড গড়েন। ৫০ ওয়ান ডে ইনিংস শেষে গিলের মোট সংগ্রহ ২৫৮৭ রান। ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে এটি সর্বকালের সর্বোচ্চ। এই কয়টি ইনিংসে সাতটি আন্তর্জাতিক ওয়ান ডে সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্বও কিন্তু আর কোনও ব্যাটারের নেই। গিল এই ইনিংসের সুবাদেই পাঁচ হাজার আন্তর্জাতিক ওয়ান ডে রান পূরণ করেন গিল। এবার দেখার গিলের এই অনবদ্য ইনিংস কোথায় গিয়ে থামে এবং গিলের ব্যাটে ভর করে ভারত ম্যাচ জেতার জন্য যথেষ্ট রান করতে পারে কি না। 


আরও পড়ুন: জাতীয় অ্যাকাডেমি থেকে ফিট সার্টিফিকেট পেয়েও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ বুমরা?