কলকাতা: ১০ মাস আগের মামলায় আর জি কর আন্দোলনের সঙ্গে যুক্ত দুই সিনিয়র চিকিৎসককে তলব করল বৌবাজার থানা। ২০২৪ সালের ৮ অক্টোবর, পুলিশের অনুমতি না নিয়ে মিছিল করার অভিযোগে, চিকিৎসক সুবর্ণ গোস্বামী ও মানস গুমটাকে নোটিস পাঠাল বৌবাজার থানার পুলিশ। এর এই তলবের পিছনেও প্রতিহিংসার অভিযোগ করেছেন দুই চিকিৎসক।
এমাসের ৯ তারিখ একবছর পূর্ণ হয়েছে আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের সেই বীভৎস ঘটনার। আবার রাজপথে দেখা গেছে প্রতিবাদের জোয়ার। মা-বাবার ডাকে নবান্ন অভিযানে রাস্তায় নেমেছেন বহু মানুষ। আর এই প্রেক্ষাপটে পুরনো মামলায় আন্দোলনকারী চিকিৎসকদের তলব করছে পুলিশ। গত বছর ৮ অক্টোবর পুলিশের অনুমতি না নিয়ে মিছিল করার অভিযোগে, এবার দার্জিলিং যক্ষা হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট সুবর্ণ গোস্বামী ও বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান মানস গুমটাকে তলব করা হয়েছে। সূত্রের খবর, বউবাজার থানার তরফে পাঠানো নোটিসে ২ চিকিৎসকের বিরুদ্ধে, পুলিশের অনুমতি না নিয়ে মিছিলের অভিযোগ, রাস্তা আটকানো, সাধারণ মানুষকে বাধা, সম্মিলিত অপরাধের ধারায় মামলা রুজু করা হয়েছে। হাজিরা না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়। এই নিয়ে দ্বিতীয়বার পুলিসি নোটিস পেলেন আন্দোলনকারী চিকিৎসক সুবর্ণ গোস্বামী। গত বছর ৯ অগাস্ট আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ। ঠিক ২ মাস পর কলকাতা মেডিক্যাল কলেজ থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত চিকিৎসকদের ডাকা একটি মিছিলে পা মিলিয়েছিলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী ও মানস গুমটা। পুলিশ সূত্রে খবর, সেই মামলার তদন্তেই ২ সেপ্টেম্বর চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে ও তারপরের দিনই চিকিৎসক মানস গুমটা-কে তলব করা হয়েছে। অন্য়দিকে এর প্রতিবাদে বউবাজার থানার বাইরে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে 'অভয়া মঞ্চ'।
আর জি কর আন্দোলনের আবহে গত বছরের ১৯ অগাস্ট কলকাতা পুলিশের নোটিসে লালবাজারে হাজিরা দেন চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামী। যার প্রতিবাদে সেদিন জনগর্জন শোনা গেছিল রাজপথে। পুলিশের অনুমতি না নিয়ে সাইকেল মিছিল করার অভিযোগে, ১১ অগাস্ট ঠাকুরপুকুর থানায় হাজিরা দেন অভয়ামঞ্চের আহ্বায়ক দুই চিকিৎসক পুণ্যব্রত গুণ ও তমোনাশ চৌধুরী। তলব করা হয় তাঁদের গাড়ির চালকদেরও! একই দিনে জোড়া নোটিস পেয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস্ ফোরামের সভাপতি কৌশিক চাকী। নোটিস পেয়েছিলেন আন্দোলনকারী সিনিয়র চিকিৎসক অভীক কারকও। এছাড়া এখনও পর্যন্ত নানা মামলায় মোট ২৩টি নোটিস পেয়েছেন প্রায় ৭ জন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক। এর মধ্যে, ৩ টে আলাদা মামলায় বুধবার আন্দোলনকারী চিকিৎসক কিঞ্জল নন্দকে হেয়ারস্ট্রিট থানায় তলব করা হয়েছে।