কলকাতা: আর জি কর-কাণ্ডে সিবিআইয়ের নজরে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠরা। ১১ ঘণ্টা পার, এখনও সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস। ৭ ঘণ্টা পার, এখনও সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘনিষ্ঠ অভীক দে। আর জি কর মেডিক্যালের জুনিয়র ডাক্তার সৌরভ পালকেও জিজ্ঞাসাবাদ। 


চিকিৎসক ধর্ষণ-খুনে এবার সিবিআই নজরে সন্দীপ ঘনিষ্ঠ অভীক-বিরূপাক্ষ


সূত্র মারফত খবর, চিকিৎসক ধর্ষণ-খুনে এবার সিবিআই নজরে সন্দীপ ঘনিষ্ঠ অভীক-বিরূপাক্ষ। চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আর জি কর মেডিক্যালে কী করছিলেন? সকাল থেকে সন্দীপ-ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ । সিবিআই-তলবে সিজিও কমপ্লেক্সে হাজির অভীক দে-ও।চিকিৎসকের দেহ উদ্ধারের দিন হাসপাতালের সেমিনার রুমে ছিলেন? অন্য কলেজের চিকিৎসক হলেও কেন এসেছিলেন আর জি কর মেডিক্যালে?  সন্দীপ ঘনিষ্ঠ সাসপেন্ডেড ২ চিকিৎসকের কাছে জানতে চায় সিবিআই।


ক্রাইম সিন, সেমিনার রুমে বিরূপাক্ষ, অভীক ছিলেন বলে অভিযোগ IMA বেঙ্গলের


আর জি কর-কাণ্ডের সময় বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক ছিলেন বিরূপাক্ষ। আর জি কর-কাণ্ডের সময় এসএসকেএমের PGT ছিলেন অভীক দে । ক্রাইম সিন, সেমিনার রুমে বিরূপাক্ষ, অভীক ছিলেন বলে অভিযোগ IMA বেঙ্গলের। আর জি কর মেডিক্যালের আরেক চিকিৎসককেও সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ।


অন্য কলেজের চিকিৎসক হলেও কেন গিয়েছিলেন আর জি কর হাসপাতালে?


এদিন সকাল ৯টা ৫০-এ সিজিও-তে যান সাসপেন্ডেড চিকিৎসক। আর জি কর-কাণ্ডের সময় বর্ধমান মেডিক্যাল কলেজের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক ছিলেন বিরূপাক্ষ। তাঁর বিরুদ্ধে থ্রেট কালচার ও দুর্নীতির অভিযোগ তোলেন জুনিয়র ডাক্তাররা। বউবাজার থানায় ই মেল মারফত অভিযোগ জানানো হয়। এছাড়া, ভাইরাল ভিডিয়োয় গত ৯ অগাস্ট ক্রাইম সিনে বিরূপাক্ষকে দেখা গিয়েছিল বলে দাবি চিকিৎসকদের একাংশের। ওই দিন আর জি কর মেডিক্যালে যাওয়ার কথা স্বীকারও করেছেন বিরূপাক্ষ। অন্য কলেজের চিকিৎসক হলেও কেন গিয়েছিলেন আর জি কর হাসপাতালে? জানতে চায় সিবিআই। 


আরও পড়ুন, রাশিয়ায় ভাড়াটে সৈন্য হয়ে আটকে ৮ মাস ! অবশেষে বাড়ি ফিরলেন কালিম্পঙের উর্গেন


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।