প্রকাশ সিনহা, কলকাতা : আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের মামলায় সাজা ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা । সিবিআই বৃহস্পতিবার শিয়ালদহ জেলা আদালতে জানায়, জৈবিক নমুনার ফলাফল, সিসিটিভির ফুটেজ এবং সাক্ষীদের বয়ানের ভিত্তিতে তারা মনে করছে গত ৯ অগাস্টে আরজি কর হাসপাতালে পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুন করেছিল ধৃত সঞ্জয়। যাবতীয় প্রমাণ ও সাক্ষ্য সেদিকেই নির্দেশ করছে।  তার প্রেক্ষিতে শিয়ালদা কোর্টে সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি করে CBI। যে সঞ্জয় রায়কে ঘটনার পরের দিনই গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, সিবিআইয়ের চার্জশিটে মূল অভিযুক্ত শুধুমাত্র তারই নাম ছিল। ফাইনাল ক্লোজিং সাবমিশনেও সেই সঞ্জয় রায়কেই এই জঘন্য অপরাধের জন্য দায়ী করা হল।


আরও পড়ুন : শিল্পীদের বয়কট-বিতর্কে অভিষেকের মন্তব্যকেই 'চ্যালেঞ্জ' কুণালের, পাশে দাঁড়ালেন কল্যাণ


বৃহস্পতিবার শিয়ালদা আদালতে ফাইনাল ক্লোজিং সাবমিশন করে CBI।  আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় ধৃতের সর্বোচ্চ শাস্তি হোক, দাবি জানালেন কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী। সিবিআই সওয়ালে জানায়, 'অত্যন্ত জঘন্যভাবে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে। এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা দেওয়া হোক। ' 


আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয় ৯ অগাস্ট সকালে। তদন্তে নেমে পরেরদিনই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় গ্রেফতার করে কলকাতা পুলিশ। পরে তদন্তের ভার যায় সিবিআইয়ের হাতে। এজেন্সি জানায়, ঘটনায় গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ রয়েছে। দুই মাসে ৫১ জনের জবানবন্দিও নেওয়া হয়েছে । বয়ান রেকর্ড করা হয়েছে সঞ্জয় রায়েরও। বিচারক নিজেও সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করেছেন। তার ভিত্তিতেই এই ফাইনাল ক্লোজিং জমা করেছে কেন্দ্রীয় এজেন্সি। ঘটনায়, ৪ তারিখ সঞ্জয়ের আইনজীবীর তরফে ফাইনাল ক্লোজিং দিতে বলা হয়েছে। এরপর আগামী সপ্তাহে, এই মামলার সাজা ঘোষণার হতে পারে।                                


আর জি কর-কাণ্ডে বিভিন্ন মহলে এখনও প্রশ্ন উঠছে যে,  সঞ্জয় রায়ের একার পক্ষে কি এই ঘটনা ঘটানো সম্ভব? ঘটনার সময় কি সঞ্জয়ের সঙ্গে আর কেউ ছিল? পিছন থেকে কেউ কলকাঠি নাড়েনি তো? সেই সব প্রশ্নের মাঝেই শেষ হল শিয়ালদা কোর্টে সঞ্জয় রায়ের বিচারপ্রক্রিয়া । এবার রায়দানের অপেক্ষা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।