কলকাতা: বিচার চেয়ে স্লোগান দিয়ে গ্রেফতার ৯ জন, প্রতিবাদে রাতভর ধর্না। বেন্টিঙ্ক স্ট্রিটে রাতভর ধর্নার পর আলিপুর কোর্টের সামনেও প্রতিবাদ। ধৃত ৯ জনকে তোলা হবে আদালতে। ধর্নামঞ্চ থেকে ৫ জন জুনিয়র ডাক্তার গেলেন আলিপুর কোর্টে। 


মূলত গতকাল ষষ্ঠীর সন্ধ্যায় ত্রিধারা সম্মিলনী পুজো মণ্ডপের সামনেই উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। আর এরপরেই সক্রিয় হতে দেখা যায় পুলিশকে। স্লোগান দেওয়া শুরু করতে ৯ জনকে আটক করে গাড়িতে তোলে পুলিশ। নিয়ে যায় হয় লালবাজারে। পরে তাঁদেরকেই গ্রেফতার করা হয়।এদিকে এই ঘটনার প্রতিবাদে লালবাজারের দিকে এগিয়ে যায় জুনিয়র চিকিৎসকদের একাংশ। তবে মাঝপথেই তাঁদের আটকে দেয় পুলিশ।


অনশনের সাড়ে চারদিন পার। ধর্মতলায় অনশনে সামিল বিভিন্ন মেডিক্যাল কলেজের ৭ জন ও শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যালের ২ জুনিয়র ডাক্তার। সপ্তমীর দিন ১২ ঘণ্টার প্রতীকী অনশনে সিনিয়র চিকিৎসকরা। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের তরফে বেশ কয়েকজন জুনিয়রদের সঙ্গে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত অনশন করছেন। 


জলপাইগুড়িতে চিকিৎসকদের অনশন মঞ্চে গিয়ে ধর্নায় তৃণমূল বিধায়ক। চিকিৎসকদের ধর্নামঞ্চে জলপাইগুড়ির তৃণমূল বিধায়ক প্রদীপ কুমার বর্মা। তিলোত্তমার বিচার সহ ১০ দফা দাবিতে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ১২ ঘন্টার প্রতীকী অনশন। প্রতীকী অনশন চিকিৎসকেরা, আন্দোলনকে সমর্থন করে অনশনে জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যরাও। বিবেকের তাড়নায় প্রতিবাদ জানাতে এসেছি, প্রতিক্রিয়া তৃণমূল বিধায়কের। বারাসাতের শেঠপুকুর পুজো মন্ডপের সামনে আর জি করকান্ডে বিচারের দাবিতে মশাল জ্বালিয়ে ফরওয়ার্ড ব্লকের বিক্ষোভ।


আরও পড়ুন, 'নিষ্ফলা' স্বাস্থ্য ভবনের বৈঠক, মুখ্যসচিবকে মেল WBJDF-এর


রাজ্য় সরকারের ওপর আরও চাপ বাড়ালেন চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের পাশে দাঁড়িয়ে এবার গণইস্তফার পথে হাঁটতে শুরু করলেন সিনিয়র ডাক্তাররা। ১০ দফা দাবি সামনে রেখে শনিবার থেকে ধর্মতলায় আমরণ অনশনে বসেন জুনিয়র ডাক্তাররা। এরপর আলোচনার ডাক দিয়ে মেল আসে মুখ্যসচিবের। জুনিয়র ডাক্তাররা যানও সেই বৈঠকে। কিন্তু শেষ অবধি ক্ষুব্ধ তাঁরা।'নিষ্ফলা' স্বাস্থ্য ভবনের বৈঠক, মুখ্যসচিবকে মেল WBJDF-এর। রাজ্য় সরকার এখনও সাড়া না দেওয়ায়, এবার অনশনরত জুনিয়রদের পাশে দাঁড়িয়ে গণ ইস্তফা দিলেন আর জি কর মেডিক্যাল কলেজের প্রায় ৫০ জন চিকিৎসক-অধ্যাপক।


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।