কলকাতা: টানা অনশনের জেরে জুনিয়র ডাক্তার (Junior Doctors Hunger Strike) অনিকেত মাহাতোর শারীরিক অবস্থার অবনতি। প্রভাব পড়েছে কিডনি ও লিভারে। এমনটাই দাবি করেছেন আর জি কর মেডিক্যালের চিকিৎসক সৈকত নিয়োগী। আর জি কর মেডিক্যালে প্রস্তুত রাখা হয়েছে ICU। প্রস্তুত রয়েছে অ্যাম্বুল্যান্সও। যদিও অনশন মঞ্চ ছেড়ে হাসপাতালে যেতে নারাজ অনিকেত। অনশনরত বাকি চিকিৎসকদেরও শারীরিক অবস্থার অবনতি হয়েছে। 


অনশনে জুনিয়র ডাক্তাররা: অনশনের সাড়ে চারদিন পার।অনশনরত ডাক্তারি পড়ুয়াদের স্বাস্থ্য়ের ক্রমশ অবনতি হচ্ছে। কিন্তু, যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে, ততক্ষণ অনশন চলবে বলে জানিয়ে দিয়েছেন ধর্মতলায় অনশনরত ৭ জন জুনিয়র চিকিৎসক। ধর্মতলায় অনশনে সামিল বিভিন্ন মেডিক্যাল কলেজের ৭ জন ও শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যালের ২ জুনিয়র ডাক্তার। সপ্তমীর দিন প্রতীকী অনশনে জুনিয়রদের পাশে থাকলেও, স্বাস্থ্যের অবনতির কথা ভেবে অনশন তুলে নেওয়ার অনুরোধ জানাতে এলেন কাজলকৃষ্ণ বণিক, সুবীর গঙ্গোপাধ্যায়ের মতো সিনিয়র ডাক্তাররা। আজ জুনিয়রদের সঙ্গে ১২ ঘণ্টার প্রতীকী অনশনে সামিল হয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের কয়েকজন চিকিৎসক। প্রতীকী অনশন সকাল ৯টা থেকে শুরু হয়েছে। চলবে রাত ৯টা পর্যন্ত।


বুধবারই মুখ্য়সচিবের সঙ্গে বৈঠকে বসেছিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। কিন্তু সেই বৈঠক নিস্ফলা বলে দাবি করেছেন জুনিয়র ডাক্তাররা। বৃহস্পতিবার, মুখ্য়সচিবকে ফের একবার মেল করেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। সেখানে বলা হয়েছে, ২৬ ও ২৯ সেপ্টেম্বর ২টি মেল পাঠানো হলেও, জবাব মেলেনি বুধবার, স্বাস্থ্য ভবনের বৈঠকে যা বলা হয়, তার মধ্যেও নতুন কিছু নেই। আন্দোলনকারীদের শুধুমাত্র মৌখিক আশ্বাসই দেওয়া হয়েছে। ই-মেলে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা লিখেছেন, নবান্নে বৈঠকের পর ৭দিনের মধ্যে স্টেটাস রিপোর্ট জানতে চাওয়া হয়েছিল। কিন্তু, ২৩ দিন কেটে গেলেও সিকিউরিটি অডিটের বিষয়টি একই জায়গায় রয়ে গেছে। ধর্মতলায় অনশনের মধ্যেই বুধবার ফের স্বাস্থ্য ভবনে ডেকে একই প্রতিশ্রুতি দেওয়া হয়। এটা অত্যন্ত হৃদয়বিদারক। এই পরিস্থিতিতে, রাজ্য় সরকারকে তাদের কাজ নিয়ে স্টেটাস রিপোর্ট দেওয়ার আর্জি জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Doctors Protest: জুনিয়র ডাক্তারদের প্রতি সংহতি, আজ থেকেই কর্মবিরতিতে সামিল RN Tagore হাসপাতাল