কলকাতা: দীর্ঘ টালবাহানা এবং বারবার ভেস্তে যাওয়ার পরে আজ মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক করতে যাচ্ছেন আন্দোলনকারী ডাক্তাররা। তবে তাঁরা খোলাখুলি ৩ শর্তের কথা জানিয়েছেন। ওই তিন শর্তেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির বৈঠকে যেতে রাজি জুনিয়র চিকিৎসকরা।
কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। 'সন্দীপ-অভিজিতের গ্রেফতারির পরে বৈঠকের স্বচ্ছতা আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ', মত আন্দোলনকারীদের তরফে। সরকারকে কোন ৩ শর্ত দিয়ে কালীঘাটের বৈঠকে যোগদানের ইচ্ছেপ্রকাশ করা হয়েছে?
শর্ত ১: ২ তরফেই কালীঘাটের বৈঠকের ভিডিওগ্রাফি করা হোক
শর্ত ২: ২ তরফে না হলে বৈঠকের পরেই ভিডিও ফাইল দিতে হবে
শর্ত ৩: ভিডিও ফাইল দেওয়া সম্ভব না হলে বৈঠকের কার্যবিবরণীতে দু'পক্ষের সই। ডাক্তারদের পক্ষ থেকেও বৈঠকের কার্যবিবরণী লেখার জন্য কাউকে নিয়ে যাওয়া হবে
৫ দফা দাবি পূরণের জন্য এই শর্ত মানার জন্য মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের। শর্তে রাজি না হলে দ্রুত ইমেল করে জানাতেও বলেছেন আন্দোলনকারীরা। পাশাপাশি, তাঁরা লিখেছেন, 'আপনাদের পক্ষ থেকে ইতিবাচক জবাবের জন্য অপেক্ষায় রইলাম।' সরকারের সঙ্গে বৈঠক, তাই কোনও প্রশাসনিক জায়গায় হলে ভাল হত, এমনটাও লিখেছেন তাঁরা। দুপুর ৩টে বেজে ৫৩ মিনিটে বৈঠকে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করে মুখ্যসচিবকে ইমেল করেন আন্দোলনকারীরা।
জুনিয়র ডাক্তারদের শর্ত মেনে বৈঠকে রাজি রাজ্য সরকার। দু'পক্ষের কার্যবিবরণী লেখার শর্ত মানল রাজ্য সরকার। ২ তরফের ভিডিওগ্রাফির শর্ত না মেনে কার্যবিবরণীর শর্তে সায়। জুনিয়র ডাক্তারদের শর্ত মেনে জবাবি ইমেল মুখ্যসচিবের। কার্যবিবরণী-শর্ত মানলেও, চিঠিতে নেই ডাক্তারদের তরফে কাউকে নিয়ে যাওয়ার প্রস্তাব। ২ পক্ষের তরফে কার্যবিবরণী লেখার শর্ত- রেখেছিল ডাক্তাররা। কিন্তু সেই ইমেলের উত্তরে রাজ্য যে উত্তর দিয়েছে তাতে কিন্তু ২ পক্ষের কার্যবিবরণী লেখার লোক থাকবে কি না সেটা স্পষ্ট করে বলা নেই। অর্থাৎ সেখানে একটি ধোঁয়াশা রয়ে গিয়েছে। অর্থাৎ, ২ পক্ষই কার্যবিবরণী লিপিবদ্ধ করতে পারবে না কি শুধুমাত্র রাজ্য করবে এমনটা স্পষ্ট করে রাজ্যের চিঠিতে নেই।
আরও পড়ুন, ইচ্ছে করেই হাসপাতালে দেরিতে আসেন ওসি! দ্বিতীয় ময়নাতদন্তের দাবি উঠতেই তড়িঘড়ি শেষকৃত্য? রিমান্ড লেটারে CBI-এর বিস্ফোরক দাবি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে