আবির দত্ত এবং প্রকাশ সিনহা, কলকাতা: আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতির তদন্তে একেবারে সাঁড়াশি অভিযানে নামে সিবিআই। সম্পত্তির কিনারা করতে অভিযানে নেমেছে ইডিও। বৃহস্পতিবার চিনার পার্কে সন্দীপ ঘোষের তালাবন্ধ পৈতৃক বাড়িতে ইডি-র হানা।
সেই বাড়িতে এদিন সকাল ৬টা নাগাদ পৌঁছন ইডি-র আধিকারিকরা। মেন গেটের চাবি ছিল এলাকার এক বাসিন্দার কাছে। কিন্তু মেন গেট খোলা সম্ভব হলেও, ভিতরে একাধিক তালা। উপরে উঠতে না পারায় তালা খুলতে চাবিওয়ালার খোঁজ করছেন ইডি-র আধিকারিকরা। স্থানীয় বাসিন্দারা জানান , 'বাবার নামে এই বাড়ি কিনেছিলেন সন্দীপ ঘোষ কি না তা জানা নেই। উনি এখানে সপ্তাহে দু'বার আসতেন, বৃদ্ধ মা-বাবার জন্য বাজার করে দিয়ে যেতেন।'
বুধবার আর জি কর মেডিক্যালে আর্থিক অনিয়ম মামলায় ফের সন্দীপ ঘোষের স্ত্রীকে তলব করেছে ইডি। সোম ও মঙ্গলবার সন্দীপের স্ত্রী সঙ্গীতা দাস ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছেন ইডি-র আধিকারিকরা।
অন্যদিকে, CBI-এর দাবি, আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ ও তাঁর শাগরেদদের বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ২৫টি ডিজিটাল এভিডেন্স বাজেয়াপ্ত করা হয়েছে। মোবাইল ফোন, হার্ড ডিস্ক ও ল্যাপটপ পরীক্ষার জন্য ফরেন্সিকে পাঠানো হবে।
আরও পড়ুন, 'জীবন্ত ভগবানদের মিষ্টি নিবেদন করতে এসেছি', জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ালেন সাধারণ মানুষ
এদিকে, প্রেসিডেন্সি জেলে সন্দীপ ঘোষের জন্য আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ২৪ ঘণ্টা তালাবন্ধ সেলে রাখা হচ্ছে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে। প্রেসিডেন্সি জেলের প্রভাবশালীদের ওয়ার্ড পয়লা বাইশে নয়, সন্দীপ ঘোষের জায়গা হয়েছে দশ সেলের ৪৬ নম্বর লক আপে। প্রেসিডেন্সি জেলে সারদা-কর্তা সুদীপ্ত সেনের প্রতিবেশী আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ। ২৪ ঘণ্টা সন্দীপের ওপর নজরদারি চালাতে রাখা হয়েছে ২ জন নিরাপত্তা রক্ষীকে। আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে রাখা হয়েছে পয়লা বাইশ ওয়ার্ডে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিবেশী সঞ্জয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে