সমীরণ পাল, কলকাতা : সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পর সোমবার ২৪ মার্চ হাইকোর্টে আর জি কর-মামলার শুনানি। নতুন করে তদন্তের আর্জি শুনবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। গত ৩ ফেব্রুয়ারি মেয়ের ধর্ষণ-খুনের উপযুক্ত তদন্ত চেয়ে পরিবারের তরফে যে মামলা করা হয়েছিল, তা হাইকোর্টে ফেরানোর আবেদন জানান আরজি কর মেডিক্য়ালে নিহত চিকিৎসকের মা-বাবা। সুপ্রিম কোর্ট মা-বাবার আর্জির মান্যতা দেয়। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানায়, নতুন করে তদন্তের আর্জি শুনবে কলকাতা হাইকোর্ট। তবে, আর জি কর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টেই, মে মাসের দ্বিতীয় সপ্তাহে।
আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় CBI তদন্ত নিয়ে বহুদিন ধরেই অসন্তোষ প্রকাশ করে আসছেন নিহত চিকিৎসকের মা-বাবা। দিল্লিতে গিয়ে CBI-এর ডিরেক্টরকেও জানিয়ে আসেন তাঁদের ক্ষোভের কথা। সেদিন সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পর নিহত চিকিৎসকের মা বলেন, 'আমরা যে হারিয়েছি, সেটা ফিরে আসবে না। আমাদের লড়াইটা জারি থাকবে।'
সোমবার হাইকোর্টে যাওয়ার আগের মুহূর্তেও নিজেদের তীব্র অসন্তোষ ও চূড়ান্ত হতাশা ব্যক্ত করেন নির্যাতিতার মা-বাবা। প্রশ্ন তোলেন, 'এতদিন CBI কেন কিছু করেনি? ৭ মাস পর নড়েচড়ে বসে কী লাভ হবে?' এর পাশাপাশি মা-বাবার অভিযোগ, মেয়ের মৃত্যুর পর চারদিন ধরে তাঁদের মুখ বন্ধ রাখতে বলেছিলেন পানিহাটির তৃৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও নতুন পুর চেয়ারম্যান সোমনাথ দে-রা। কার্যত তাঁদের বাড়ি ঘিরে রাখা হয়েছিল বলে নিহত চিকিৎসকের মা-বাবার অভিযোগ। CBI-এর ওপর আস্থা হারালেও হাইকোর্টে সুবিচার মিলবে বলে তাঁদের আশা।
৯ অগাস্ট ঘটনার পরপরই একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল প্রধান বিচারপতির এজলাসে। পরবর্তীকালে তার প্রেক্ষিতেই এই মামলার তদন্তভার সিবিআইকে দেয় হাইকোর্ট। তবে সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা চলায় এই কেসের শুনানি বারবার পিছিয়ে গেছে। আর জি কর কাণ্ডে সিবিআই চার্জশিটের উপর ভিত্তি করে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা শুনিয়েছে শিয়ালদা আদালত। এরপরই সর্বোচ্চ সাজা ফাঁসি চেয়ে হাইকোর্টে যায় রাজ্য সরকার ও সিবিআই। যদিও এই মামলা করার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে রাজ্য সরকারের আবেদন খারিজ করে দেয় আদালত। সিবিআই-এর করা এই মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। এছাড়াও আর জি কর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। এখন দেখার হাইকোর্ট এই কেসে দিশা দেখাতে পারে কিনা ।