অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: পুরী থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার মুখে বাস। ভোরবেলা ছড়াল আতঙ্ক। ৬৫ জন যাত্রীকে সঙ্গে নিয়ে বড়সড় বিপদের মুখে পড়ল ট্যুরিস্ট বাস। কেশিয়াড়ি থানার কলাবনি জাতীয় সড়কে ঘটল দুর্ঘটনা। অভিযোগ, পুলিশ সামনে একটি পিক আপ ভ্যানকে হঠাৎ করে দাঁড় করিয়ে দেওয়ায় ,নিয়ন্ত্রণ হারিয়ে পিক আপ ভ্যানের পিছনে ধাক্কা মারে বাসটি। জখম হয়েছেন বেশ কয়েকজন।
কী ঘটেছিল
পশ্চিম বর্ধমান থেকে ১৮ মার্চ ৬৫ থেকে ৭০ জন যাত্রী নিয়ে ট্যুরিস্ট বাসটি রওনা দেয় পুরীর উদ্যেশে। ফেরার সময় পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানার কলাবনি ১৬ নং জাতীয় সড়কে দঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা মারে যাত্রী বোঝাই ট্যুরিস্ট বাসটি। ঘটনায় আহত হয়েঠেন বাসের চালক সহ দুজন। বাসে থাকা যাত্রীরাও অল্প বিস্তর আহত হয়েছেন। পথ দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং কেশিয়াড়ি থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করা হয়েছে।
বাসযাত্রী রুবি ভান্ডারী জানান, তাঁরা সাত দিনের জন্য পুরী গিয়েছিলেন। পুরী থেকে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা। মাঝ রাস্তায় একটি ছোট পিকআপ ভ্যানকে পুলিশ দাঁড় করিয়ে দেয়। বাসটি বুঝতে না পেরে পিকআপ ভ্যানের পেছনে গিয়ে ধাক্কা মারে। বাসযাত্রীর অভিযোগ, পিকআপ ভ্যানটিকে টর্চ মেরে হঠাৎ দাঁড় করায় পুলিশ । সেই কারণেই দুর্ঘটনা ঘটে।
কেন দুর্ঘটনা
পুলিশের অভিযোগ, দৃশ্যমানতা কম ছিল। তাছাড়াও সারা রাত গাড়ি চালিয়ে ক্লান্ত ছিলেন বাস ড্রাইভার। ঘুমে ঢুলে পড়েই এই দুর্ঘটনা। যদিও বাস যাত্রীদের কারও কারও দাবি, এতটা পথ খুব ভালই গাড়ি চালিয়েছেন চালক। কোনও কোনও যাত্রীর অভিযোগ, পুলিশ টাকা তুলছিল গাড়িকে আটকে, তার জেরেই এমন দুর্ঘটনা।
অতীতেও বাস দুর্ঘটনা
মাস খানেক আগেই পুরী থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছিল আরও একটি ট্যুরিস্ট বাস, এই পশ্চিম মেদিনীপুরেই। আহত হন একাধিক ব্যক্তি। ভোর রাত তিনটে নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে ট্যুরিস্ট বাসটি। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার বাঁধগোড়া এলাকায় একটি চলন্ত ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে বাসটি। শিশু ও মহিলা-সহ বাসে ছিলেন ৭০ জনেরও বেশি। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং নারায়ণগড় থানার পুলিশ। আহতদের হাসপাতালে পাঠানো হয়।