কলকাতা: সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) আরজি কর-মামলার (RG Kar Case) শুনানি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই হবে শুনানি। প্রধান বিচারপতির বেঞ্চ না বসায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানি হয়নি। সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি।


বৃহস্পতিবার আরজি কর মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, সুপ্রিম কোর্টে তা হয়নি। প্রধান বিচারপতির বেঞ্চ না বসায় শুনানি পিছিয়ে যায়। এই পরিস্থিতিতে মামলার শুনানির নতুন দিন জানাল সর্বোচ্চ আদালত। ৯ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি হবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ মামলা শুনবে। ওই দিন চিকিৎসকের ধর্ষণ-খুন নিয়ে রিপোর্ট জমা দেবে সিবিআই। আরজি কর মেডিক্য়ালে ভাঙচুরের ঘটনায় রিপোর্ট পেশ করতে হবে কলকাতা পুলিশকে।


এদিকে আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদের ঝাঁঝ ক্রমশ বাড়ছে। পথে নেমে সেই প্রতিবাদে সামিল হচ্ছে সমস্ত স্তরের মানুষ। শিক্ষক দিবসের দিনও শহরের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে সামিল হলেন শিক্ষক থেকে পড়ুয়ারা। বৃহস্পতিবার, ফের পথে নামে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ের শিক্ষক-পড়ুয়া থেকে প্রাক্তনীরা। এদিন বিশ্ববিদ্য়ালয় থেকে মিছিল শুরু করেন তাঁরা। বিশ্ববিদ্য়ালয় এসে মিছিল শেষ হলে, সেখানে নাচ-গানের মাধ্য়মে প্রতিবাদ জানান পড়ুয়ারা। বৃহস্পতিবার, সুবিচারের দাবিতে পথে নামে  ESI হাসপাতালের চিকিৎসক এবং কর্মীরা। মানিকতলা ESI হাসপাতাল থেকে মিছিল শুরু হয়। এরপর সেই মিছিল কাঁকুড়গাছি মোড় হয়ে, উল্টোডাঙা মোড়ে যাওয়ার পর মানববন্ধন করেন প্রতিবাদী চিকিৎসক এবং স্বাস্থ্য়কর্মীরা। 


শিক্ষক দিবসের দিন কলেজ স্কোয়ারের সামনে অবস্থান বিক্ষোভ করে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। আর জি কর মেডিক্য়ালে জুনিয়র চিকিৎসককে খুন ও ধর্ষণের প্রতিবাদে  শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান বয়কট করে অবস্থান বিক্ষোভে সামিল হন শিক্ষকরা। অন্য়দিকে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে,  বাগবাজারের নিবেদিতা হাউস থেকে দেশবন্ধু পার্ক পর্যন্ত বাইক মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দারস্থ হয়েছিল একটি সংগঠন। বৃহস্পতিবার আদালতে সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। 


এদিন রাজ্য় সরকারের তরফে অ্য়াডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, 'সাধারণ মিছিলে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু বাইক মিছিলে আমাদের সম্মতি নেই।' এই বক্তব্য়ে সায় দিয়েই, আবেদনকারী ওই সংগঠনকে পায়ে হেঁটে মিছিল করার অনুমতি দেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। অন্যদিকে সিবিআই নির্দেশ চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ সন্দীপ ঘোষও। আগামীকাল সুপ্রিম কোর্টে সন্দীপ ঘোষের মামলার শুনানি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ফের আক্রান্ত স্বাস্থ্যক্ষেত্র! সাগর দত্ত মেডিক্যালে হামলা-ভাঙচুর