প্যারিস: প্যারালিম্পিক্সে (Paralympics 2024) বিরাট সাফল্য। ইতিহাস গড়লেন কপিল পারমার (Kapil Parmar)। অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্স মিলিয়ে প্রথম ভারতীয় হিসাবে জুডোতে পদক জিতলেন। প্যারিস প্যারালিম্পিক্সে ২৫তম পদক এল ভারতের ঝুলিতে। পুরুষদের ৬০ কেজি জে১ ব্রোঞ্জ জিতলেন কপিল।


ব্রাজিলের এলিয়েলটন ডি অলিভিয়েরাকে ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে ইপ্পিনে ১০-০ স্কোরলাইনে পরাজিত করেন কপিল। সেমিফাইনালে ইরানের এস বনিতাবা খোরাম আবাদির বিরুদ্ধে পরাজিত হলেও, ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে কপিলের পারফরম্যান্স ছিল অনবদ্য। ২০২২ সালের এশিয়ান গেমসে রুপো জিতেছিলেন। এবার প্যারালিম্পিক্সে এল ব্রোঞ্জ।






মধ্যপ্রদেশের শিভর নামক এক ছোট্ট গ্রাম থেকে উঠে এসেছেন কপিল। ছোট বেলায় এক দুর্ঘটনায় জীবন বদলে যায় কপিলের। মাঠে খেলার সময় প্রবল পরিমাণে ইলেকট্রিক শকের জেরে ছয় মাস কোমায় থাকতে হয়েছিল তাঁকে। তবে এই দুর্ঘটনা কিন্তু তাঁকে দমাতে পারেনি। তাঁর বাবা ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। পাঁচ ভাইবোনের মধ্যে সবথেকে ছোট কপিল কিন্তু নিঃসন্দেহে পরিবারের মুখ উজ্জ্বল করলেন। তাঁকে ইতিহাস গড়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।



ব্রোঞ্জ জয়ের সুযোগ রয়েছে হরবিন্দর সিংহদের সামনেও। হরবিন্দর ইতিমধ্যেই সোনা জিতেছেন। তাঁর সামনে আরেক সোনা জয়ের সুযোগ ছিল। তবে মিক্সড দল রিকার্ভ ওপেনের সেমিফাইনালে হরবিন্দর ও পূজার জুটি পরাজিত হয়। ইতালিয়ান জুটির বিরুদ্ধে ২-৬ পরাজিত হতে হয় হরবিন্দরদের। এবার তাঁরা ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে নামবেন।






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: চাপের মুখে অনবদ্য সেঞ্চুরি মুশিরের, দলীপ ট্রফির প্রথম দিনে লড়াকু ইনিংস অক্ষর পটেলের