কলকাতা: কোথায় মুখ্যমন্ত্রীর মানবিকতা ? প্রশ্ন তুললেন জুনিয়র চিকিৎসকরা। এদিন ক্ষোভে ফেঁটে পড়েন জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার। এদিন সাংবাদিক সম্মেলনে জুনিয়র ডাক্তারদের তরফে তিনি বলেন, '১৩ টা দিন হয়ে গিয়েছে। আমরা কোনও মানবিক উত্তর পাচ্ছি না। আমরা কোনও মানবিকতার লেশ মাত্র পাচ্ছি না।' 


'অনশনের ১৩ দিন পার, ইতিমধ্যে আমাদের ৬ জন সহযোদ্ধা আইসিইউ-তে ভর্তি রয়েছেন'


দেবাশিস হালদার বলেন, অনশনের ১৩ দিন পার। ইতিমধ্যে আমাদের ৬ জন সহযোদ্ধা আইসিইউ-তে ভর্তি রয়েছেন।  এবং আইসিইউ-তে ভর্তি হওয়ার পর, তাঁদের মধ্যে একজন-দুইজন-ডাক্তার অনিকেত মাহাতো গতকাল ডিসচার্জ হয়েছেন। কিন্তু বাকি যারা প্রথমদিন থেকে অনশনে রয়েছেন,  তাঁদের শারীরিক অবস্থা কতটা খারাপ ? আমরা যদিও ক্লোজ মনিটেরিং করছি। তাঁদের মনের জোর যদিও রয়েছে, কিন্তু তাঁদের শারীরিক অবস্থা কতটা খারাপ বুঝতে পারছেন।এটা বোঝার জন্য কোনও ডাক্তার হওয়ার প্রয়োজন হয় না।'


কোথায় মুখ্যমন্ত্রীর মানবিকতা ? প্রশ্ন তুললেন জুনিয়র চিকিৎসকরা


তিনি এদিন বলেন, আমরা শুধু দেখছি,মুখ্যসচিব একবার  আমাদের সঙ্গে মিটিং করছেন। বলছেন কোনও টাইমলাইন দেওয়া যাবে না। কতদিনের মধ্যে নিয়োগ হবে, কেন টাইমলাইন দেওয়া যাবে না ? ', প্রশ্ন তাঁর। এই ১০ দফা দাবিগুলি মানতে ১০ মিনিটও সময় লাগে না। কতদিনের মধ্যে স্বাস্থ্যসচিবকে সরানো যাবে, এবিষয়ে কেন কথা বলা যাবে না ? আমরা জানতে চাই, আমরা এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই। আজকে তিনি গোটা রাজ্যের কাছে মানবিক রূপ হিসেবে পরিচিত। তাহলে সেই তাঁরমমানবিক রূপ কোথায় ?' প্রশ্ন তুলেছেন তিনি।


আরও পড়ুন, বিতর্কের আবহে ফের নতুন পোস্ট চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের


এদিন দেবাশিস হালদার বলেন, 'আমরা তো মনে করছি, আমরা যে আওয়াজ পৌঁছাতে চাইছি, সেই চিৎকারটা যথেষ্ট নয়। এই চিৎকার মুখ্যমন্ত্রীর কান অবধি পৌঁছচ্ছে না। তাই সেই আওয়াজকে আরও জোরদারভাবে পৌঁছনোর জন্য, আমরা কিছু কর্মসূচি নিয়েছি। '


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।