কলকাতা: অনশনের ১৩ দিন পার। সোমবার পর্যন্ত ডেডলাইন মুখ্যমন্ত্রীকে, না মানা হলে মঙ্গলবার সর্বাঙ্গীন  স্বাস্থ্য ধর্মঘটের কথা। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি জানালেন জুনিয়র ডাক্তারদের তরফে দেবাশিস হালদার।


একমহাসমাবেশ হোক, আমাদের আর্তনাদ যাতে মুখ্যমন্ত্রীর কান অবধি পৌঁছক: দেবাশিস হালদার


এদিন দেবাশিস হালদার বলেন, আমরা তো মনে করছি, আমরা যে আওয়াজ পৌঁছাতে চাইছি, সেই চিৎকারটা যথেষ্ট নয়। এই চিৎকার মুখ্যমন্ত্রীর কান অবধি পৌঁছচ্ছে না। তাই সেই আওয়াজকে আরও জোরদারভাবে পৌঁছনোর জন্য, আমরা কিছু কর্মসূচি নিয়েছি। এক, আপনারা ইতিমধ্যেই জানেন আগামীকাল ন্যায় বিচারযাত্রা রয়েছে। যেটা সোদপুর থেকে অনশন মঞ্চ অবধি যাবে। এবং সেটা ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস্ ফ্রন্ট, একা ডাক দিলে প্রত্যেকটা জুনিয়র-সিনিয়র ডাক্তারদের সংগঠন তথা নাগরিক সংগঠন-প্রত্যেককে আমরা আহ্বান জানাচ্ছি। যাতে প্রত্যেকে এই ন্যায়বিচারের যাত্রাকে তাঁরা সফল করেন। দুই নাম্বার পরশুদিন রবিবার আমরা চাইছি, যে অনশন মঞ্চে ধর্মতলায়, আমাদের চিৎকার -আর্তনাদ যাতে, মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায়, তার জন্য আমরা সমস্ত সংগঠনকে আহ্বান জানাচ্ছি। সেখানে একমহাসমাবেশ হোক। এবং সেখান থেকে আমাদের চিৎকার, আমাদের আর্তনাদ যাতে মুখ্যমন্ত্রীর কান অবধি পৌঁছয় এবং তিনি যেনও এই দাবিগুলি মানতে বাধ্য হন।' 


সোমবার পর্যন্ত ডেডলাইন মুখ্যমন্ত্রীকে, না মানা হলে মঙ্গলবার সর্বাঙ্গীন স্বাস্থ্য ধর্মঘটের কথা


তিনি আরও বলেন, আমরা আরও একটা বলতে চাই। সোমবার স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন জায়গায়, আমরা অবস্থান বিক্ষোভের কর্মসূচি নিচ্ছি। তা নিয়ে বিস্তারিত আমরা পরে জানাবো। কিন্তু মুখ্য কর্মসূচি হিসেবে, আমরা যে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি,  সোমবার অবধি একটি সময়সীমা দিচ্ছি। যে এর মধ্যে মাননীয়া মুখ্যমন্ত্রীকে আমাদের সবকটি দাবি, মানার জন্য আলোচনায় বসতে হবে। এবং সবকটা দাবি মেনে নিতে হবে।' এরপরেই তিনি বলেন, না মানা হলে মঙ্গলবার সর্বাঙ্গীন  স্বাস্থ্য ধর্মঘটের কথা। 


আরও পড়ুন, কোথায় মুখ্যমন্ত্রীর মানবিকতা ? প্রশ্ন তুললেন জুনিয়র চিকিৎসকরা


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।