কলকাতা: ৮০ দিন পার, এখনও মেলেনি বিচার। আজ ফের মশাল হাতে CGO অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের। তদন্তে গতি আনতে CBI-এর ওপর চাপ বাড়াতে CGO অভিযান, দাবি জুনিয়র ডাক্তারদের। রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে CGO কমপ্লেক্স অভিযানের ডাক।
আর জি কর হাসপাতালের নির্যাতিতার বিচারের দাবিতে, এবার 'অভয়ামঞ্চ' তৈরি করে ফের পথে নামতে চলেছে চিকিৎসকরা। আজ ৩০ অক্টোবর, রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে CGO কমপ্লেক্স অভিযান। ৪ নভেম্বর,দ্রোহের আলো জ্বালাও কর্মসূচি। জয়নগর থেকে জয়গাঁও পর্যন্ত জাঠা করবে 'অভয়া মঞ্চ'।
আর জি কর-কাণ্ডে দ্রুত বিচারের দাবিতে এর আগে সিজিও কমপ্লেক্স অভিযান করেছিলেন চিকিৎসকরা।সম্প্রতি একই দাবিতে CBI অফিস অভিযান করে 'জাগো নারী জাগো বহ্নিশিখা' নামে মহিলাদের এক সংগঠন। বিচার পেতে আর কতদদিন সময় দরকার, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতরের সামনে দাঁড়িয়েই স্লোগান তুলেছিলেন আন্দোলনকারীরা। সিবিআইয়ের প্রথম চার্জশিটে কলকাতা পুলিশের তদন্তেই কেন সিলমোহর দিল CBI, উঠেছিল সেই প্রশ্নও। আর জি কর-কাণ্ডের তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে খোদ পুলিশ কমিশনারের হাতে তাঁকেই অপসারণের দাবিপত্র তুলে দিয়ে এসেছিলেন আন্দোলন জুনিয়র ডাক্তাররা।
সম্প্রতি একই মামলায় সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতরের সামনে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধেই স্লোগান তুলেছিলেন মহিলারা। এক প্রতিবাদী জানিয়েছিলেন, 'আমরা তো ঝুলিয়ে রেখেছি। কারও ওপর আস্থা নেই। কারও ওপর আস্থা নেই। কারণ তাদের কাজকর্ম সুবিধার নয়। কোনওসময়ে দেখি না যে ঠিক যথোপযুক্ত বিচার তারা করতে পেরেছে। বা প্রমাণ করতে পেরেছে ঘটনা। আজ অবধি দেখিনি।'
তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলে সল্টলেকের সিবিআই দফতর সিজিও কমপ্লেক্স অভিযান করে 'জাগো নারী জাগো বহ্নিশিখা' নামে মহিলাদের একটি সংগঠন। ৯ অগাস্ট আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের চারদিন পর ১৩ অগাস্ট ঘটনার তদন্তভার হাতে নেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তারপর ২ মাসেরও বেশি সময় কেটে গেছে।
আরও পড়ুন, বন দফতরের সন্দেহই সত্যি হল, আলিপুরদুয়ারে দুধ সাদা গাড়ির দরজা খুলতেই..
মূল মামলায় আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করলেও,চার্জশিটে মূল ষড়যন্ত্রকারী হিসেবে কলকাতা পুলিশের গ্রেফতার করা সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কেই দেখিয়েছে সিবিআই। আর এই প্রেক্ষাপটে সিবিআই তদন্তের গতি ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে এদিন সিবিআই দফতরে অভিযান চালালেন মহিলারা। মিছিলের শুরুতে থাকা ব্যানারেই লেখা ছিল- 'মেয়েরা সিবিআই দফতর ঘেরাও কর।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।