কলকাতা: আরজি করের নির্যাতিতার ছবি ব্যবহার করে ফেসবুক কুমন্তব্যের ঘটনা। অভিযোগ খতিয়ে দেখে সিবিআইকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সিবিআইয়ের যুগ্ম অধিকর্তাকে রিপোর্ট দেওয়ার নির্দেশ। পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ মামলাকারীর। এই ধরনের মন্তব্য সমাজের কাছে গ্রহণযোগ্য হতে পারে না, মন্তব্য প্রধান বিচারপতির। ১৮ সেপ্টেম্বর পরবর্তী শুনানি।


মামলাকারী PIL-এ আবেদন করেছিল, আরজি কর কাণ্ডে সিবিআই যেন এই ঘটনার সঙ্গে যুক্ত সাইবার অপরাধগুলির তদন্ত করে। PTI সূত্রের খবর, আদালত সিবিআইয়ের হয়ে সওয়াল করা অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক কুমার চক্রবর্তীকে বলে এই ধরনের পোস্ট কোনওভাবে বন্ধ করা যায় কিনা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরকে নির্দেশ দেন এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্টের দিকে নজর দিতে। আবেদনকারী যে সমস্যার কথা বলেছে সেদিকে নজর দিতে নির্দেশ দেওয়া হয়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে সিবিআইতে নির্দেশ দেওয়া হয়েছে ১৮ সেপ্টেম্বরের মধ্যে এই ঘটনায় রিপোর্ট ফাইল করার জন্য। এই নির্দেশ দেওয়ার পরে অশোক কুমার চক্রবর্তী আদালতকে জানান যে এই ধরনের সাইবার অপরাধকে আলাদা করে তদন্ত করার জন্য সিবিআইয়ের আলাদা কোনও বিভাগ নেই। তিনি আবেদন করেন যে রাজ্য পুলিশের আলাদা বিভাগ রয়েছে যারা এই ধরনের সাইবার অপরাধের তদন্ত করতে সক্ষম। তার সঙ্গেই আবেদন করা হয় যাতে পশ্চিমবঙ্গ সরকারে অধীনস্ত সাইবার অপরাধ শাখাকে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়। পিটিআই সূত্রের খবর, আদালত জানিয়েছে পরের শুনানিতে এই আবেদন খতিয়ে দেখা হবে। 


সোমবার আর জি কর মামলার শুনানি হবে সুপ্রিমকোর্টে। ওই দিন চিকিৎসকের ধর্ষণ-খুন নিয়ে রিপোর্ট জমা দেবে সিবিআই। বৃহস্পতিবার আরজি কর মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, সুপ্রিম কোর্টে তা হয়নি। প্রধান বিচারপতির বেঞ্চ না বসায় শুনানি পিছিয়ে যায়। এই পরিস্থিতিতে মামলার শুনানির নতুন দিন জানাল সর্বোচ্চ আদালত। ৯ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি হবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ মামলা শুনবে। ওই দিন চিকিৎসকের ধর্ষণ-খুন নিয়ে রিপোর্ট জমা দেবে সিবিআই। আর জি কর মেডিক্য়ালে ভাঙচুরের ঘটনায় রিপোর্ট পেশ করতে হবে কলকাতা পুলিশকে। অন্য়দিকে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে শিক্ষক দিবসের দিনও পথে নেমে প্রতিবাদে সামিল হলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ের শিক্ষক-পড়ুয়ারা। মিছিল করলেন মানিকতলা ESI-এর চিকিৎসক-স্বাস্থ্য়কর্মীরা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ফের আক্রান্ত স্বাস্থ্যক্ষেত্র! সাগর দত্ত মেডিক্যালে হামলা-ভাঙচুর