উত্তরপ্রদেশ: আরজি কর হাসপাতালের মধ্যে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা নিয়ে যখন সারা দেশ তোলপাড়। তখনই সামনে এল উত্তরপ্রদেশে ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনা। অসুস্থ স্বামীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্য়াম্বুল্যান্সের মধ্যেই চরম হেনস্থার শিকার হলেন এক মহিলা। হেনস্থার পর তাঁকে ছুড়ে ফেলে দেওয়া হল অ্যাম্বুল্যান্স থেকে। এখানেই শেষ নয়, অক্সিজেন মাস্ক খুলে নিয়ে ছুড়ে ফেলে দেওয়া হয় তাঁর অসুস্থ স্বামীকেও। গোরখপুর মেডিক্যাল কলেজে চিকিৎসা চলাকালীন মারা যান ওই ব্য়ক্তি। শিউরে ওঠার মতো এই ঘটনা উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরের, দিনটি ছিল ৩০ অগাস্ট।                   


এনডিটিভির প্রতিবেদন সূত্রের খবর, কয়েকদিন ধরে অসুস্থ থাকা স্বামীকে নিয়ে কাছেই একটি হাসপাতালে যাচ্ছিলেন ওই মহিলা। তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় সেখান থেকে তাঁকে অন্য হাসপাতালে পাঠানো হয়। কিন্তু বেসরকারি হাসপাতালের খরচ বইতে পারবেন না বলে স্বামীকে নিয়ে হাসপাতালে ফিরছিলেন ওই মহিলা। অভিযোগ, অ্যাম্বুল্যান্সে  তাঁকে জোর করে সামনের আসনে বসতে বলা হয়। চালক ও তার সঙ্গীর সঙ্গে সামনেই বসেন ওই মহিলা। তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। সেই সময় চিৎকার করে প্রতিবাদ করেছিলেন ওই মহিলা। অভিযোগ, তারপরেই অসুস্থ স্বামীর অক্সিজেন বন্ধ করে দেয় অভিযুক্ত ২জন। তারপরেই ওই মহিলা এবং তাঁর স্বামীকে অ্যাম্বুল্যান্স থেকে ছুড়ে ফেলে দেয় ওই ২ অভিযুক্ত। মহিলার অভিযোগ, তার গয়নাও কেড়ে নিয়েছিল অ্যাম্বুল্যান্সের চালক। ছুড়ে ফেলে দেওয়ায় আহত হয়েছিলেন ওই মহিলার স্বামী, অক্সিজেন মাস্ক খুলে দেওয়ায় শারীরিক পরিস্থিতি আরও খারাপ হয়ে গিয়েছিল। এরপর ভাইকে ফোনে সবটা জানান মহিলা, পুলিশকেও অভিযোগ জানান। তারপর পুলিশই তাঁদের হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে মারা যান ওই ব্যক্তি। মহিলার অভিযোগ, পুলিশ দোষীদের গ্রেফতার করার কোনও চেষ্টাই করছে না। লখনউয়ের গাজিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।                                 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 'নিয়ম ভেঙে নিয়োগ ৮৪ MBBS হাউজস্টাফ', CBI -এর হাতে সন্দীপের বিরুদ্ধে কোন কোন নথি?