কলকাতা: ধর্মতলা থেকে ধর্না তুলতে জুনিয়র ডাক্তারদের ইমেল লালবাজারের। পুজোর সময় অবস্থান তুলে নিতে অনুরোধ। 'পুজোর সময় মানুষের অসুবিধা হবে, সমস্যা হবে ট্রাফিকের', আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে বলেও আশঙ্কা।জুনিয়র ডাক্তারদের অনুরোধ করে ইমেল কলকাতা পুলিশের। 


অবশেষে কর্মবিরতি প্রত্য়াহার করে নিলেন জুনিয়র ডাক্তাররা। তবে ধর্মতলায় শুরু করলেন ধর্না অবস্থান। ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে রাজ্য় সরকারকে। শনিবার রাতের মধ্য়ে দাবি পূরণ না হলে অনশন আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্য় দেবাশিস হালদার বলেন,'আজ থেকে কর্মবিরতি সম্পূর্ণরূপে প্রত্য়াহার করছি। রাজ্য় সরকার ভাবছে আমাদের পাশে জনগণ নেই, সেটা বোঝানোর জন্য় কর্মবিরতি প্রত্য়াহার করছি। একইসঙ্গে তীব্র আন্দোলন চলবে।' লাগাতার কর্মবিরতি প্রত্য়াহার করলেন জুনিয়র চিকিৎসকরা।তবে আন্দোলন থেকে পিছু হটলেন না।বরং রাজ্য় সরকারকে বেঁধে দিলেন ২৪ ঘণ্টার ডেডলাইন।তার মধ্য়ে দাবি পূরণ না হলে, দিলেন আমরণ অনশনের হুঁশিয়ারি। শুক্রবার রাতে বৃষ্টি মাথায় করেই কলকাতার প্রাণকেন্দ্রে শুরু হল তাঁদের অবস্থান।
 
জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্য়  দেবাশিস হালদার বলেন, '২৪ ঘণ্টার মধ্য়ে যদি না মানা হয়, তাহলে অবস্থান মঞ্চ থেকে আমরণ অনশনের দিকে এগোব। নিজেদের জীবন বাজি রাখব।' ৪২ দিন টানা কর্মবিরতির পর ১০ দিন আংশিকভাবে কাজে ফিরে, আবার গত সোমবারই ফের কর্মবিরতিতে চলে যান জুনিয়র ডাক্তাররা। সামনে রাখেন ১০ দফা দাবি। যেখানে বলা হয়, দীর্ঘসূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত স্বচ্ছতার সঙ্গে ন্য়ায়বিচার সুনিশ্চিত করতে হবে। স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য়মন্ত্রককে নিতে হবে, এবং স্বাস্থ্য় সচিবকে অবিলম্বে তাঁর পদ থেকে অপসারণ করতে হবে। অবিলম্বে রাজ্য়ের সমস্ত হাসপাতাল ও মেডিক্য়াল কলেজে কেন্দ্রীয় রেফারেল ব্য়বস্থা চালু করতে হবে। 


হাসপাতালগুলোয় পুলিশি সুরক্ষা বাড়াতে হবে। প্রতিটি মেডিক্য়াল কলেজে থ্রেট সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে তদন্ত কমিটি বসিয়ে, তাদের শাস্তি দিতে হবে। রাজ্য়স্তরে তদন্ত কমিটি তৈরি করতে হবে। WBMC ও WBHRB-এর অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ আছে, তার সাপেক্ষে দ্রুত তদন্তপ্রক্রিয়া শুরু করতে হবে। প্রথম দফায় কর্মবিরতি নিয়ে, জুনিয়রদের পাশে দাঁড়িয়েছিলেন সিনিয়র ডাক্তাররা।


আরও পড়ুন, গঙ্গার গর্ভে তলিয়ে যাচ্ছে জমি, ফের নদী ভাঙন মালদায়, আতঙ্কে স্থানীয়রা


তবে এবার জুনিয়র ডাক্তাররা ফের কর্মবিরতি ডাকার পর, তা তুলে নেওয়ার পরামর্শ দেন সিনিয়রদের অনেকেই। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার প্রথমে কনভেনশন এবং তারপর দশঘণ্টা ধরে জিবি করেন জুনিয়র ডাক্তাররা।শুক্রবার তাঁরা SSKM থেকে মিছিল করে ধর্মতলায় পৌঁছোন।সেখানে পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে সরিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে একপ্রস্ত উত্তেজনা তৈরি হয়। এরপরই কর্মবিরতি তুলে রাজ্য় সরকারকে ডেডলাইন বেঁধে দেন আন্দোলনকারীরা।


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।