সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, কলকাতা : জট কি কাটবে ? আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ডেকে পাঠালেন মুখ্যমন্ত্রী । সন্ধে ৬টায় কালীঘাটে তাঁর বাড়িতে আলোচনার জন্য জুনিয়র ডাক্তারদের ডেকে পাঠানো হয়েছে। এই সংক্রান্ত মেল পাঠানো হয়েছে জুনিয়র ডাক্তারদের কাছে। মুখ্যমন্ত্রীর বাড়ির বৈঠকে ১৫ জনের প্রতিনিধিদলকে বৈঠকে আসার জন্য মেল করে মুখ্যসচিব মনোজ পন্থের তরফে জানানো হয়েছে। খোলা মনে আলোচনা চেয়ে জুনিয়র ডাক্তারদের চিঠি মুখ্যসচিবের। তবে, ১৫ জন নন, ৩০ জনকে নিয়েই মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক চান ডাক্তাররা। এমনই শোনা যাচ্ছে। এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানানো হয়নি।


আন্দোলন, কর্মবিরতির ৩৫ তম দিনে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্নামঞ্চে গেলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে উঠল ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান। নবান্নয় বৈঠক ভেস্তে যাওয়ার ২ দিনের মাথায়, নিজেই স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্নামঞ্চে যান মুখ্যমন্ত্রী। প্রথমেই বলেন, 'আন্দোলনকে কুর্নিশ জানাই, আন্দোলনের ব্যথা আমি বুঝি, আমিও ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি। এত ঝড়জলের মধ্যে এভাবে রাস্তায় বসে আছেন বলে আমিও ঘুমহীন রাত কাটাচ্ছি। আপনারা কাজে ফিরুন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের দাবিগুলো নিয়ে ভাবব।' জুনিয়র চিকিৎসকদের কাছে সময় চান মুখ্যমন্ত্রী।


এর পরিপ্রেক্ষিতে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকের তরফে বলা হয়, 'আমাদের ৫ দফা দাবি নিয়ে কোনও সমঝোতা নয়, আমরাও দ্রুত আলোচনায় বসতে চাই। কাজে ফিরতে চাই। মুখ্যমন্ত্রীর এই আসাকে সদর্থক বলে মনে করছি। উনি স্বাস্থ্যমন্ত্রী এখনই স্বাস্থ্য ভবনে বসে আলোচনা হোক।'


আন্দোলনরত জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, 'আজকে যে সদর্থক ভূমিকা দেখছি আমরা, তাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু আমরা আমাদের ন্য়ায়বিচারের যে পাঁচ দফা দাবি সেই দাবিতে কিন্তু কোনও সমঝোতা আমরা করব না। কোনও  সমঝোতা করব না। কিন্তু আমরা এই যে মুখ্য়মন্ত্রী এসেছেন, আমাদের সঙ্গে আলোচনার সদিচ্ছা দেখিয়েছেন। আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি এবং আমরা এখনই আলোচনার মাধ্য়মে, এই মুহূর্তে এই অচলাবস্থা কাটানোর জন্য় ওঁর কাছে দাবি জানাচ্ছি। এক্ষুনি উনি আলোচনার টেবিলে বসুন। এখনই।' 


তারও পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রীর বার্তায় সাড়া দিয়ে আলোচনায় রাজি হন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক চেয়ে নবান্নে জুনিয়র ডাক্তাররা ইমেল করেন। 'আমরা আলোচনায় বসতে চাই, বার্তাকে ইতিবাচকভাবেই দেখছি। এখনই চাইলে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। সরকার যে মুহূর্তে জানাবে, আমরা ৫ দফা দাবি নিয়ে বসব। খোলামনে আলোচনা করতে হবে, স্বচ্ছতা বজায় রেখেই বৈঠক চাই। আমাদের দাবি পূরণ হলে যে কোনও মুহূর্তে জট কাটতে পারে। দুর্যোগের মধ্যেই ধর্না মঞ্চে এসে অভূতপূর্ব ইতিবাচক বার্তা দেওয়ায় কৃতজ্ঞ।' পর্যাপ্ত প্রতিনিধি নিয়ে সরকারের সঙ্গে বৈঠক চেয়ে নবান্নে ইমেল করা হয়। যার জবাবে মুখ্যসচিবের তরফে জুনিয়র ডাক্তারদের মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে ডেকে পাঠানো হয়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।