কলকাতা: আর জি কর মেডিক্যালের পর এবার এসএসকেএমে 'গণ ইস্তফা'। এসএসকেএমের ৪০ জন চিকিৎসক-অধ্যাপকের 'গণ ইস্তফা'। আর জি করকাণ্ডের প্রতিবাদে 'গণ ইস্তফা' দিয়ে স্বাস্থ্যসচিবকে চিঠি সংখ্যা আরও বাড়বে, দাবি চিকিৎসকদের। আজই 'গণ ইস্তফার' চিঠি পাঠানো হবে স্বাস্থ্যভবনে। 


 আর জি কর মেডিক্যালসের ENT বিভাগ  চিকিৎসক-অধ্যাপক দেবব্রত দাস বলেছিলেন , 'আমার থেকে আরও অনেক বয়ঃজ্যেষ্ঠরা আছেন, যাঁরা তাঁদের পিতৃতুল্য, মাতৃতুল্য-তাঁরাও আর স্থির থাকতে না পেরে আমরা সমবেতভাবে সিদ্ধান্ত নিলাম যে, আমরা একটা গণ ইস্তফা দিলাম।' রাজ্য় সরকারের ওপর আরও চাপ বাড়ালেন চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের পাশে দাঁড়িয়ে এবার গণইস্তফার পথে হাঁটতে শুরু করলেন সিনিয়র ডাক্তাররা। ১০ দফা দাবি সামনে রেখে শনিবার থেকে ধর্মতলায় আমরণ অনশনে বসেন জুনিয়র ডাক্তাররা। এরপর আলোচনার ডাক দিয়ে মেল আসে মুখ্যসচিবের। জুনিয়র ডাক্তাররা যানও সেই বৈঠকে। কিন্তু শেষ অবধি ক্ষুব্ধ তাঁরা।'নিষ্ফলা' স্বাস্থ্য ভবনের বৈঠক, মুখ্যসচিবকে মেল WBJDF-এর। রাজ্য় সরকার এখনও সাড়া না দেওয়ায়, এবার অনশনরত জুনিয়রদের পাশে দাঁড়িয়ে গণ ইস্তফা দিলেন আর জি কর মেডিক্যাল কলেজের প্রায় ৫০ জন চিকিৎসক-অধ্যাপক।


অপরদিকে, রাজ্য় সরকারকে কার্যত ২৪ ঘণ্টার ডেডলাইন দিয়ে গণইস্তফার হুঁশিয়ারি দিয়েছিলেন মেডিক্য়াল কলেজ এবং SSKM-এর চিকিৎসকরাও। সেই মতোই এদিন এসএসকেএমের ৪০ জন চিকিৎসক-অধ্যাপকের 'গণ ইস্তফা'। কলকাতা মেডিক্যাল কলেজের  চিকিৎসক বলেন, 'আপনারা সংবেদনশীলতার পরিচয় দিন। আগামীকালের মধ্যে তাঁদেরকে ডাকুন। আলোচনার টেবিলে বসে অনেক কিছুর সমাধান করা যায়। না হলে পরে আমাদের পূর্ণ সমর্থন যে জুনিয়র ডাক্তারদের আছে প্রয়োজনে আমরা গণ ইস্তফা দেব আগামীকাল।' 


আরও পড়ুন, অনশনরত জুনিয়র ডাক্তারদের ধর্মতলা থেকে উঠে যেতে ফের চিঠি পুলিশের


জুনিয়রদের আন্দোলনের পাশে সিনিয়ররা। জুনিয়রদের অনশনের পর সিনিয়রদের গণইস্তফা। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'আসলে পুজোর ছুটিতে অনেকের বাইরে যাওয়ার আছে৷ তাই এই ছুতো করছেন। কারা নিজের পয়সায় যাচ্ছেন আর কারা ওষুধ কোম্পানির পয়সায় যাচ্ছেন সেটাও তদন্ত করা দরকার৷ সরকার অনেক সহনশীল। যারা কাজ করতে চাইছেন না তারা নিয়ম করে একা ইস্তফা দিন৷ অনেক যোগ্য কাজের লোক আছে৷ যারা অস্থিরতা করছে তারা সিস্টেমে সমস্যা করছে৷' 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


বিস্তারিত আসছে