সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: নৈহাটিতে আর জি করকাণ্ডে প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ। মিছিল চলাকালীন কিছু দুষ্কৃতী ঢুকে পড়ে হামলার অভিযোগ। মিছিলে বাধা, মারধর, মাইকের তার ছিড়ে দেওয়ার অভিযোগ।


এক আন্দোলনকারী জানিয়েছেন, 'আমরা সকলে জমায়েত হয়েছিলাম পার্কের সামনে। সেখানে আমাদের প্রাক্তনীরা বাদ দিয়েও, মানুষের ঢল ঢুকে পড়ে। এবং কিছুটা পেরিয়ে আসার পর থেকেই ওরা ঝামেলা অশান্তি শুরু করে। গায়ে হাত তোলে।আমাদের মাইক্রোফোনের সমস্ত তার ছিড়ে দেওয়া হয়। আমরা আরজি কর কাণ্ডে বিচার চেয়ে। আমরা কোনও নির্দিষ্ট রাজনৈতিক তকমা লাগানো দলের বিরুদ্ধে স্লোগান দিইনি। প্রশাসনের বিরুদ্ধে কোনও স্লোগান দিইনি।.. কিন্তু রাজনৈতিক লোকজন এখানে অনুপ্রবেশ করে রীতিমত আমাদের উপর হাত চালিয়েছে। পুলিশকে মাঝখানে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু শেষে এসে দুই তিনকে দেখতে পেলাম। কিন্তু তাঁদের কোনও তৎপরতা দেখতে পেলাম না। আশা করি পুলিশের তৎপরতা থাকলে এমন কিছু ঘটত না।..'


প্রতিবাদীদের হুমকি দিয়ে, আন্দোলনকারীদের দিকে একের পর এক আক্রমণ ছুড়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। সম্প্রতি তাঁর বিধানসভা কেন্দ্র দিনহাটাতে, আর জি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের সামনেই তৈরি হয়েছিল চরম বিশৃঙ্খলা। আর জি কর মেডিক্য়াল কলেজে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে কোনও শান্তিপূর্ণ প্রতিবাদ হলে রাজ্য় সরকার যেন ক্ষমতা প্রয়োগ না করে। ইতিমধ্যেই এই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। আর এই নির্দেশের ঠিক আগে কোচবিহারের দিনহাটায় দেখা গিয়েছিল উল্টো ছবি।


আরও পড়ুন, RG Kar কাণ্ডে রাসবিহারীতে ফের মুখ খুললেন নির্যাতিতার বাবা, 'কেউ আমাকে এই প্রশ্নের উত্তর দিতে পারছে না..'


পুলিশের সামনেই প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে।আরজি কর-কাণ্ডের প্রতিবাদে, সোমবার সন্ধেয় দিনহাটায় মিছিল বের করেন স্থানীয় মহিলারা। মিছিলের শুরু থেকেই সামনে ছিল পুলিশ। কিন্তু অভিযোগ, তৃণমূল পরিচালিত দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যানের উপস্থিতিতে, তৃণমূলের কর্মী-সমর্থকরা মাইক ও ফ্লেক্স নিজেদের দখলে নিতে চায়। মিছিলে আচমকা বিজেপি ও CBI-এর বিরুদ্ধে স্লোগান ওঠে। পুলিশের সামনেই ২ পক্ষের মধ্য়ে বচসা, হাতাহাতি শুরু হয় যায়। এরপর তৃণমূল সমর্থকরা যখন তেড়ে আসছে, তখন দেখা যায় কার্যত তাদের জায়গা ছেড়ে দেওয়ার ভঙ্গীতে সরে দাঁড়াচ্ছিল পুলিশ। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।