Job News: বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ। যে সমস্ত প্রার্থী বহুদিন ধরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ খুঁজছেন, তাদের জন্য সুসংবাদ, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে এবার শিক্ষক-অধ্যাপক নিয়োগ করা হবে। তবে এটি কোনও স্থায়ী নিয়োগ নয়, মূলত চুক্তির ভিত্তিতে ক্লাস লেকচারার (Teaching Jobs) হিসেবে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের। বিশ্ববিদ্যালয়ের (Recruitment News) পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই। তবে এক্ষেত্রে কোনও পরীক্ষা দিতে হবে না প্রার্থীদের, শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমেই করা হবে প্রার্থী নির্বাচন। ফলে এই নিয়োগের জন্য কোনও আবেদন করতে হবে না, আগে থেকে আবেদনপত্রও পাঠাতে হবে না।
মূলত বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের জন্য এই শিক্ষক নিয়োগ করা হবে। স্পেশাল লেকচারার হিসেবেই প্রার্থী নিয়োগ করা হবে। তবে এই বিভাগে কতজন লেকচারার নেওয়া হবে সেই শূন্যপদের বিষয়ে কিছু জানানো হয়নি বিজ্ঞপ্তিতে, এমনকী প্রার্থীদের বয়স কত বছরের মধ্যে হতে হবে তারও উল্লেখ নেই এই বিজ্ঞপ্তিতে। ক্লাস পিছু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নির্দিষ্ট হারে পারিশ্রমিক পাবেন নির্বাচিত লেকচারাররা। এক্ষেত্রে প্রতিষ্ঠানের নিয়মই শিরোধার্য করা হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগের লেকচারার হিসেবে নির্বাচিত হতে হলে প্রার্থীকে পদার্থবিদ্যা নিয়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে এবং নেট বা সেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আগামী ১৮ সেপ্টেম্বর তারিখে এই লেকচারার পদের জন্য ওয়াক ইন ইন্টারভিউ আয়োজিত হবে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে।
১৮ সেপ্টেম্বর দুপুর ১২ টা নাগাদ সংশ্লিষ্ট বিভাগে এই ইন্টারভিউ নেওয়া হবে আগ্রহী প্রার্থীদের। প্রার্থীদের উপস্থিত হতে হবে বেলা সাড়ে এগারোটার মধ্যে। পদার্থবিদ্যা বিভাগেই হবে এই ইন্টারভিউ। তবে নির্বাচিত প্রার্থীদের কত পারিশ্রমিক দেওয়া হবে সে ব্যাপারে কিছু এখনও জানানো হয়নি। ইন্টারভিউর সময় প্রার্থীদের সঙ্গে রাখতে হবে জীবনপঞ্জি, সমস্ত সার্টিফিকেট, শংসাপত্র ও মার্কশিট ইত্যাদি নথি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে উদ্দেশ্য করে একটি আবেদনপত্রও লিখে সঙ্গে রাখতে হবে। সমস্ত নথির অরিজিনাল ও একটি করে স্ব-প্রত্যয়িত কপি সঙ্গে নিয়ে রাখতে হবে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI