কলকাতা: জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা। আজই শুনানিতে 'না' হাইকোর্টের প্রধান বিচারপতির। জনস্বার্থ মামলা নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ আইনজীবীর। দ্রুত শুনানির আর্জিতে 'না' হাইকোর্টের প্রধান বিচারপতির। মামলাকারীকে অবকাশকালীন বেঞ্চে যাওয়ার পরামর্শ। 


প্রসঙ্গত, বৈঠকের পর বৈঠক, কর্মবিরতি তুলবেন জুনিয়র ডাক্তাররা? সিদ্ধান্ত নিতে ১০ ঘণ্টা জিবি বৈঠক আন্দোলনকারীদের। গতকাল আর জি কর মেডিক্যালে সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর হয় জিবি বৈঠক। ১০ ঘণ্টার বৈঠকে কর্মবিরতি ও আন্দোলনের পরবর্তী রূপরেখা নিয়ে আলোচনা। পূর্ণ কর্মবিরতি থেকে সরে আসার পক্ষে মত বেশিরভাগ আন্দোলনকারীর। আজ প্রতিবাদ মিছিলের ডাক দিতে পারে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। দাবি পূরণে সরকারকে সময়সীমা বেঁধে দিতে পারে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। দাবি পূরণ না হলে জিবি বৈঠকে অনশনে বসার প্রস্তাব দিয়েছেন আন্দোলনকারীদের একাংশ। 


 ৪২ দিন টানা কর্মবিরতির পর, ১০ দিন আংশিক কাজ করার পর, ফের পূর্ণাঙ্গ কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। সোমবার থেকে রাজ্য়ের সমস্ত মেডিক্য়াল কলেজে আবার ফিরেছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। আন্দোলনকারী এক জুনিয়র চিকিৎসক বলেন, অভয়ার ন্য়ায় বিচার CBI এবং সুপ্রিম কোর্টের অধীনে আছে। এর বাইরে বাকি যে ক'টা দাবি সেগুলো সরকার যখন ইচ্ছে একটা অর্ডার পাস করেই পূর্ণ করে দিতে পারে। যেই মুহূর্তে বাকিগুলো পূর্ণ হয়ে যাবে, আমরা আন্দোলন বাকিটা চালিয়ে যাব। কিন্তু কর্মবিরতি তুলে নেব। বাকি দাবি মেনে না নেওয়া অবধি কর্মবিরতি চলবে।


 প্রথম দফায় জুনিয়র ডাক্তারদের পূর্ণাঙ্গ কর্মবিরতিতে সম্পূর্ণ সায় থাকলেও,এবার তাঁরা ফের কর্মবিরতি শুরু করার পর, তাঁদের সিদ্ধান্ত পুর্নবিবেচনার জন্য় পরামর্শ দিয়েছেন সিনিয়র চিকিৎসকদের একাংশ। চিকিৎসক   কুণাল সরকার বলেন,মানুষের অসুবিধা না করে, সরকারি হাসপাতালের যেন ৭০ দশকের ট্রেড উইনিয়ন না হয়ে যায় । ২টো পাথর ঘষলে উত্তাপ বেরোয় ঠিকই, কিন্তু পাথর ক্ষয়ে যায়।


আরও পড়ুন, পুজোর আগে সুখবর ! রোজভ্যালি কাণ্ডে টাকা ফেরত প্রতারিতদের, আবেদন করবেন কোন ঠিকানায় ?


বুধবার দুপুরে যখন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলে হাঁটেন জুনিয়র চিকিৎসকরা, তখন প্রায় একই সময়ে, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে, জুনিয়র ডাক্তারদের উদ্দেশে আন্দোলন জারি রাখলেও কাজে ফেরার পরামর্শের কথা শোনা গেল বিশিষ্টদের একাংশের গলায়। প্রাক্তন তৃণমূল সাংসদ  জহর সরকার বলেন, প্রতিবাদের নানা রূপ আছে। এতে মানুষের সমর্থন যেন না হারায়। পুরো পুরি কর্মবিরতি নয়। স্ট্যাটেজি পাল্টাটে হয়। এমন অনেক শত্রু আছে ওরা কর্মবিরতি করুক ও ভুল করুক। এমন যেন না হয়। ডাক্তাররা তো ক্যাটালিস্ট। সবাই আন্দোলনে আছে।


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।